মেহেরপুর নিউজ:
খুলনা বিভাগীয় প্রাথমিক শিক্ষা বিভাগের উদ্যোগে বিভাগীয় পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালিকায় মেহেরপুর সদর উপজেলার শোলমারী সরকারি প্রাথমিক বিদ্যালয় সেমিফাইনাল খেলার যোগ্যতা অর্জন করেছে।
বৃহস্পতিবার খুলনা মাঠে অনুষ্ঠিত বিভাগীয় পর্যায়ে নিজেদের দ্বিতীয় খেলায় মেহেরপুর জেলা চ্যাম্পিয়ন শোলমারি সরকারি প্রাথমিক বিদ্যালয় ২-০ গোলে নড়াইল জেলা চ্যাম্পিয়ন লোহাগড়া মন্ডল ভাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে। খেলায় বিজয়ী দলের আনিকা প্রথমার্ধের ১২ মিনিটের মাথায় গোল করে দলকে এগিয়ে নেন দ্বিতীয়ার্ধের ১৮ মিনিটের মাথায় দ্বিতীয় গোল করে দলের জয় নিশ্চিত করেন।