মেহেরপুর নিউজ:
মেহেরপুরের আলোচিত পৌরসভার সাবেক কাউন্সিলর ও যুবলীগের সাবেক সাধারন সম্পাদক আবদুল্লাহ আল মামুন বিপুল হত্যা মামলার সকল আসামিকেই বেকসুর খালাস দিয়েছেন আদালত। জেল গেটে থেকে ফুলের মালায় বরণ নেতা কর্মিদের।
বুধবার বিকেল ৪ টার দিকে শহিদুল ইসলাম পেরেশান, সাজ্জাদুল আনাম, লিখন, ইয়ানুচ আলী, বাদশা এবং মফিজুর রহমান জেল গেট ফুলের মালা দিয়ে বরণ করেন শুভাকাঙ্খীরা। পরে মেহেরপুর জেলা যুবলীগের আহ্বায়ক ও পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন, সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর আল মামুন, মহাজনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রেজাউর রহমান নান্নু সহ যুবলীগের নেতৃবৃন্দ তাদের সঙ্গে নিয়ে শহিদুল ইসলামের বাড়িতে উপস্থিত হন। সেখান থেকে অন্যরা নিজ নিজ বাড়িতে চলে যান।
এর আগে বেলা ১১ টা ৩৮ মিনিটের সময় মেহেরপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ ওলিউল ইসলাম এ রায় ঘোষণা করেন। বিপুল হত্যার রায়ের দিন দু’দফা পিছিয়ে বুধবার নতুন দিন ধার্য করেন।এর আগে গত রবিবার আদালত আসামীদের পূর্বের দেওয়া জামিন বাতিল করে তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
বুধবার বেলা ১১-৩৮ মিনিটের সময় জনাকীর্ণ আদালতে বিজ্ঞ বিচারক মামলার রায় ঘোষণা করেন।রায় ঘোষণার পরপরই বাইরে অপেক্ষমান শত শত মানুষ আসামিদের পক্ষে আনন্দ প্রকাশ করেন। ২০১৩ সালের ২৮ জানুয়ারি রাত সাড়ে ৯ টার দিকে তৎকালীন মেহেরপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর এবং মেহেরপুর জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন বিপুলকে কাঁসারি পাড়ায় গুলি করে হত্যা করা হয়। ওই ঘটনায় বিপুলের স্ত্রী বিলকিস পারভীন বাদী হয়ে মেহেরপুর সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।