ইয়াদুল মোমিন, ২৪ মার্চ: বিনা ছুটিতে মেহেরপুরের মুজিবনগর উপজেলার ১৬টি মাধ্যমিক বিদ্যালয়ের মধ্যে ১২টি বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা যোগসাজশ করে তাদের পরিবার নিয়ে এক সপ্তাহ ধরে (১৭ মার্চ থেকে ২৩ মার্চ) কক্সবাজারে প্রমোদ ভ্রমনে কাটালেন। ওই এক সপ্তাহ প্রধান শিক্ষকরা না থাকায় ওই সকল বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকরা যে যার মত করে যখন খুশি তখন বিদ্যালয় ছুটি দিয়েছেন। ফলে সপ্তাহ ধরে অভিভাবকহীন বিদ্যালয়গুলোর শিক্ষার্থীরা চরম ক্ষতিগ্রস্থ হয়েছেন। ওই ৭দিনের মধ্যে ১৭ মার্চ জাতীয় দিবসসহ ২১ মার্চ স্টুডেন্ট কেবিনেট নির্বাচন অনুষ্ঠিত হয়েছে প্রধান শিক্ষক ছাড়াই। ৭দিন ধরে নিজ কর্মস্থল ছেড়ে তারা কক্সবাজারে কাটালেও এ ব্যাপারে কোনো ছুটি নেননি উপজেলা বা জেলা শিক্ষা অফিস থেকে। উপজেলার যে সকল বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রমোদ ভ্রমনে অংশ নিয়েছেন সে বিদ্যালয়গুলো হলো: দারিয়াপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, দারিয়াপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক, মোনাখালী নিম্ম মাধ্যমিক বিদ্যালয়, মুজিবনগর মাধ্যমিক বিদ্যালয়, শিবপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়, কোমরপুর মাধ্যমিক বিদ্যালয়, মহাজনপুর মাধ্যমিক বিদ্যালয়, জয়পুর তারানগর মাধ্যমিক বিদ্যালয়, গোপালপুর নিম্ম মাধ্যমিক বালিকা বিদ্যালয়, আ¤্রকানন নিম্ম মাধ্যমিক বিদ্যালয়,বল্লবপুর মাধ্যমিক বিদ্যালয় ও আনন্দবাস নিম্ম মাধ্যমিক বালিকা বিদ্যালয়। মঙ্গলবার সকাল সাড়ে ১১ টার দিকে মুজিবনগর উপজেলার দারিয়াপুর মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে গিয়ে দেখা যায়, শিক্ষার্থী যে যার মত করে বিদ্যালয় প্রাঙ্গনে খেলাধুলা করছে। কোনো ক্লাস হচ্ছেনা। বিদ্যালয়ের এক ছাত্র বলে, হেড স্যার ৫/৬ দিন ধরে না থাকায় ঠিকমত ক্লাস হচ্ছে না। দুপুর ১২টার দিকে দারিয়াপুর দক্ষিনপাড়া পাকুরতলা গিয়ে দেখা যায় দারিয়াপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ছাত্রীরা বাড়ি ফিরছেন। তাদের মধ্যে দু’শিক্ষাথীর্কে জিজ্ঞাসা করলে তারা জানায়, কয়েকদিন ধরে হেডস্যার নাথাকায় তাড়াতাড়ি ছুটি হয়ে যাচ্ছে। দুপুর দেড়টায় ছুটি দেয়া হয় মোনাখালী মাধ্যমিক বিদ্যালয়কে। ছুটি পেয়ে দলবেধে বাড়ি ফিরছিলা শিক্ষার্থীরা। জিজ্ঞাসা করলে তারা জানায়, হেডস্যার পিকনিকে যাওয়ায় ঠিকমত ক্লাস হচ্ছে না এবং তাড়াতাড়ি ছুটি দেয়া হচ্ছে। ওই তিনটি বিদ্যালয়ের মত উপজেলার বাকি বিদ্যালয়গুলোর চিত্র ছিল একই রকম এমন অভিযোগ পাওয়া গেছে। মুজিবনগর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইজারুল ইসলাম বলেন, উপজেলার প্রায় সকল স্কুলের প্রধান শিক্ষকরা স্ব স্ব পরিবার মিলে গত ১৭ মার্চ পিকনিকে গিয়েছেন কক্সবাজারে। একই সাথে এতগুলো প্রধান শিক্ষক সপ্তাহব্যাপী পিকনিকে গেলে শিক্ষা ব্যবস্থার ক্ষতি হবে কিনা প্রশ্নের জবাবে তিনি বলেন, বিদ্যালয়তো চলছে এতে ক্ষতি কিসের? তিনি আরো বলেন বুধবার (২৩ মার্চ) তারা নিজ এলাকায় ফিরবেন। মুজিবনগর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম ফারুক বলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছুটি নিবেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির কাছে থেকে। তাদের উপজেলা শিক্ষা কর্মকর্তা কাছে থেকে ছুটি নিতে হয়না। তবে একত্রিত হয়ে তাদের ভ্রমনে যাওয়া ঠিক হয়নি। এর বাইরে তিনি কিছু বলতে চাননি। খোঁজ নিয়ে জানা গেছে, একান্তই সমস্যা হলে বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি সর্বোচ্চ তিন দিন ছুটি দিতে পারেন। কোনো ক্ষেত্রে বড় ধরণের সমস্যা হলে ৬ দিন পর্যন্ত ছুটি দিতে পারেন । তবে পিকনিক বা প্রমোদ ভ্রমনের জন্য কোনো ছুটি বিদ্যালয় ম্যানেজিং কমিটি দিতে পারেন না। যোগাযোগ করা হলে দারিয়াপুর মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোস্তাকিন খোকন বলেন, প্রধান শিক্ষক ১৭ তারিখ থেকে ৪দিন ছুটি নিয়েছেন। মঙ্গলবার তার বিদ্যালয়ের আসার কথা ছিলো। তারপরেও শুনেছি তিনি আসেননি। তিনি আরো বলেন, প্রধান শিক্ষক কেয়ামত উদ্দিন নিজের গোয়ার্তুমি করে ক্ষমতা দেখানোর চেষ্টা করেন। তবে একত্রে সব স্কুলের প্রধান শিক্ষকরা গেছেন সেটা তিনি জানতেন না। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা বলেন তিনি। তবে মুজিবনগর মাধ্যমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মেহেরপুর -১ আসনের সংসদ সদস্য সরকারী সফলে নেপালে থাকায় তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। এ ব্যাপারে জেলা ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা সুভাষ চন্দ্র গোলদার বলেন, গত ১৩ মার্চ মুজিবনগর উপজেলার ক্লাষ্টার ট্রেনিংয়ে প্রধান শিক্ষকরা মৌখিকভাবে জানান ১৭ তারিখ থেকে পরিবারসহ কক্সবাজারে পিকনিকে যেতে চায়। তারপরও তারা কোনো লিখিত ছুটিও নেয়নি এবং অফিসকেও জানানি। বিদ্যালয় ম্যানেজিং কমিটি ছুটি দিলেও তারা একত্রে সব স্কুল ফাঁকা করে এভাবে যেতে পারেন না। লিখিত অভিযোগের দোহায় দিয়ে সুভাষ চন্দ্র গোলদার আরো বলেন, অভিযোগ পেলে অবশ্যই অভিযুক্ত প্রধান শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।