অন্যান্য

বিদ্যুৎ ব্যবস্থা :: এক ধাক্কায় একটু উন্নতি

By মেহেরপুর নিউজ

May 21, 2017

মেহেরপুর নিউজ,২১ মে: নিরবিচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে মেহেরপুর বড় বাজার এলাকার বিক্ষোভ করার পর অাজ রবিবার বিদ্যুৎ সরবরাহ একটু উন্নতি হয়েছে বলে সোশ্যাল মিডিয়ায় (ফেসবুকে )আলোচনা শুরু হয়েছে। ফেসবুক ব্যবহারী মেহেরপুরের বিদ্যুৎ গ্রাহক অনেকেই সে ধরণের স্ট্যাটাস দিয়েছেন। একজন লিখেছেন চার মাস সারতে লাগবে এর স্থলে এক আন্দোলনে নেমে এসেছে ২ মাস। তাহলে শুন্য মাসে নেমে আসতে আন্দোলনের বিকল্প নাই। শনিবার রাতে মেহেরপুর বড়বাজারের প্রায় দুই শতাধিক গ্রাহক বিক্ষোভ সহকারে বিদ্যুৎ সরবরাহ শাখার প্রধান ফটক ঘেরাও করেন। এসময় নির্বাহী প্রকৌশলী মো: মঈনুদ্দিন এসে গ্রাহকদের ধৈর্য ধরার পরামশ দেন এবং ঝড়ে টাওয়ার ভেঙে যাওয়ার কারণে জাতীয় গ্রিডে বিপর্যয়ের কথা বলেন। তিনি বলেন, এ সমস্য সমাধান করতে সরকার কাজ করছে। দুই মাসমত সময় লাগবে, অাপনারা ধৈর্য ধরুণ।এর পর থেকে রবিবার সকাল থেকে পূর্বের তুলনায় বিদ্যুৎ সরবরাহ একটু বেড়েছে। তবে স্থানীয় জনপ্রতিনিধিরা এ বিষয়ে পদক্ষেপ গ্রহণ করে দ্রুত এ সমস্যার সমাধানের জন্য উদ্যেগ গ্রহণ করতে পারেন। সমাধান না হলে গ্রাহকরা যে কোন সময় আবার ফুঁসে উঠতে পারেন বলেন অনেকে ধারণা করছেন।