মেহেরপুর নিউজ:
মেহেরপুরের গাংনী উপজেলার ধানখােলা ইউনিয়নের গাঁড়াডােব গ্রামের একটি নির্মাণাধীন বিল্ডিংয়ে কাজ করতে গিয়ে এক রাজমিস্ত্রীর মৃত্যুর ঘটনার ৮ দিন পর আবারাে একই বিল্ডিংয়ে বিদ্যুত স্পৃষ্টে আহতের ঘটনা ঘটেছে।
রবিবার সকাল সাড়ে ১১টার দিকে গাঁড়াডােব গ্রামের পুকুর পাড়ায় সবেদ মীরের ছেলে বােদা মিয়ার বাড়ির বিল্ডিং নির্মাণ করার সময় আহতদের ঘটনা ঘটে।
এর আগে ২৭ আগস্ট (শুক্রবার) বিকেলে একই বিল্ডিংয়ে কাজ করার সময় বিদ্যুত স্পৃষ্ট হয়ে আব্দুল আজিজ (২৮) নামের এক রাজমিস্ত্রীর মৃত্যু হয়। নিহত আব্দুল আজিজ মেহেরপুর সদর উপজেলার খােকসা গ্রামের আমীন উদ্দীনের ছেলে। জানা গেছে,রবিবার গাঁড়াডােব গ্রামের মুদি ব্যবসায়ি বােদা মিয়ার বাড়ির বিল্ডিংয়ে জুগিন্দা গ্রামের রাজমিস্ত্রী লুৎফর রহমান কাজ করছিলেন।
এসময় অসাবধানবশত ঘরের সাথে লাগানাে বিদ্যুত লাইনের তারে লুৎফরের শরীরে স্পর্শ করে। এসময় সে অসুস্থ হয়ে পড়েন। স্থানীয় লােকজন তাকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। আহত লুৎফর জুগিন্দা গ্রামের জহিরুল ইসলামের ছেলে। স্থানীয়রা জানান,অসাবধানতার কারণেই এমন হচ্ছে।