মেহেরপুর নিউজ:
মেহেরপুরের মুজিবনগর উপজেলার বিদ্যাধরপুর প্রত্যাশা প্রি-ক্যাডেট একাডেমির অভিভাবক সমাবেশ, বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে আয়োজন করা হয়।
রবিবার সকালের দিকে প্রত্যাশা প্রি-ক্যাডেট একাডেমী প্রাঙ্গনে প্রত্যাশার অভিভাবক সমাবেস, ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ করা হয়। প্রত্যাশা প্রি-ক্যাডেট একাডেমির পরিচালনা কমিটির সভাপতি হাজী মোহাম্মদ সামসুজ্জোার সভাপতিত্বে অভিভাবক সমাবেশে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুজিবনগর উপজেলা শিক্ষা অফিসার মোঃ হাফিজুর রহমান। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার সামসুজ্জোহা।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রত্যাশা প্রি-ক্যাডেট একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক নুর এ আলম সিদ্দিক। অন্যদের মাঝে বক্তব্য রাখেন প্রত্যাশা প্রি-ক্যাডেট একাডেমির উপদেষ্টা অবঃ প্রধান শিক্ষক ফিরাতুল ইসলাম, ফিরাতুল ইসলাম নাইম, প্রধান শিক্ষক শিরিন আখতার। পরে পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। এবং কৃতি শিক্ষার্থীদের মাঝে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।