মেহেরপুর নিউজ, ১৫ জানুয়ারি:
অন্য সবার মত বিদেশ গিয়ে পরিবারের মুখে হাঁসি ফোটানোর স্বপ্ন দেখছিলেন সজীব। সামনে মাসে দেশ ছেড়ে কাতারে যাওয়ার কত ছিল তার। সেখানে গিয়ে ড্রাইভিং এর চাকুরী পাবে এমন আশায় গাড়ি চালানো শেখার কাজ শুরু করেন তিনি। কিন্তু বিদেশ যাওয়া হলোনা সজীবের। ড্রাইভিং শিখতে গিয়ে মেহেরপুরের গাংনীতে ট্রাক্টর খাদে পড়ে সজীব হোসেন (২৪) নামের এক চালক নিহত হয়েছে। আজ মঙ্গলবার সকাল দশটার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত সজীব হোসেন গাংনী উপজেলার কসবা গ্রামের আব্দুল মজিদের ছেলে। পুলিশ জানায়, সকালে ট্রাক্টর নিয়ে গ্রামের হাড়দা বিলে বালি আনতে যায় সজীব। এসময় সেখানে যাওয়ার পথে মাঠের মধ্যে ট্রাক্টরটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে যায়। এঘটনায় চালক সজীব গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে গাংনী স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসলে ডাক্তার তাকে মৃত ঘোষনা করে।
গাংনী থানার ওসি হরেন্দ্র নাথ সরকার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, স্থানীয় কসবা ক্যাম্পের পুলিশ লাশ উদ্ধার করেছে। নিহতের পিতা আব্দুল মজিদ জানান, নিহত সজীব কাতারে যাওয়ার জন্য ১ মাস ধরে ড্রাইভিং শিখছিল। প্রতি দিনের মত সে ট্রাক্টর নিয়ে বালি আনতে গিয়ে ট্রাক্টর টি খাদে পড়ে যায়। সামনে মাসে তার কাতারের একটি কোম্পানীতে ড্রাইভার হিসেবে যোগদানের কথা ছিল। বিদেশ যাওয়ার স্বপ্ন পূরণ করতে গিয়ে ছেলে হারিয়ে পাগল প্রিয় হয়ে পড়েছেন নিহতের পিতা।