ক্রিকেট

বিজয় দিবস টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে সবুজ দল চ্যাম্পিয়ন

By মেহেরপুর নিউজ

December 17, 2022

মেহেরপুর নিউজ:

মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত বিজয় দিবস টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে সবুজ দল চ্যাম্পিয়ন হয়েছে।

শনিবার বিকালে অনুষ্ঠিত ফাইনাল খেলায় সবুজ দল ১১৩ রানে লাল দলকে পরাজিত করে। প্রথমে ব্যাট করতে নেমে সবুজ দল নির্ধারিত ২০ ওভারে ১৮৮ রান সংগ্রহ করে। জবাবে খেলতে নেমে লাল দল ৭৫ রানে সবাই আউট হয়ে যায়। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মৃধা মোহাম্মদ মোজাহিদুল ইসলাম পুরস্কার বিতরণ করেন। এসময় জেলা ক্রীড়া অফিসার আরিফ আহমেদ, পৌরসভার প্যানেল মেয়র শাহিনুর রহমান সেখানে উপস্থিত ছিলেন।