সাহাজুল সাজু :
বিগত আওয়ামী লীগ সরকার নিজের স্বার্থসিদ্ধীর মাধ্যমে দেশকে ধ্বংস করেছে।
আর তাদের এ দুর্নীতি-ধ্বংস লিলার বাস্তব চিত্র মিডিয়ার সাংবাদিকরা দেশ-তথা বিশ্বের দরবারে তুলে ধরতে পারেননি। এর কারণ,অবৈধ আওয়ামী সরকারের জেল-জুলুম ও প্রাণ ভয়ে সাংবাদিকরা সঙ্কিত ছিলেন। অনেক সময় এসব দুর্নীতিবাজরা এক শ্রেণীর সাংবাদিককের অর্থের বিনিময়ে দেশের সকল কিছু ধ্বংস করেছে। যা দেশের সাধারণ মানুষ নিরবে সহ্য করেছে।
মঙ্গলবার বিকেলে ৫টার দিকে মেহেরপুর জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জাভেদ মাসুদ মিল্টন গাংনীস্থ দলীয় কার্যালয়ে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে কথাগুলাে বলেন।
গাংনী উপজেলা বিএনপির ব্যানারে পৃথক সাংগঠনিক কর্মকান্ড করা হচ্ছে কেন? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে জাভেদ মাসুদ মিল্টন বলেন,বিএনপি একটা বৃহৎ সংগঠন। সংগঠনে প্রতিযােগিতার ক্ষেত্র হিসাবে একই সংগঠনের ব্যানার পৃথক করছে কেউ কেউ। তবে আমি মনে করি বিএনপির মধ্যে কােন বিভেদ নেই। প্রতিযােগিতা মাত্র।
বিগত সরকারের আমলে সাংবাদিকরা কেন মূল্যায়িত হয়নি এমন প্রশ্নের জবাবে জাভেদ মাসুদ মিল্টন বলেন, বিগত সরকারের আমলে শুধু সাংবাদিক নয়। সকল জনগণ তাদের ভােটের অধিকার,ভাতের অধিকারসহ সকল অধিকার থেকে বঞ্চিত ছিল। এর একটাই কারণ,সুশাসনের অভাব।
মতবিনিময়কালে এসময় উপস্থিত ছিলেন গাংনী পৌর বিএনপির সভাপতি ইনসারুল হক ইন্সু, সাধারণ সম্পাদক মকবুল হােসেন মেঘলা,যুবদল নেতা চপল বিশ্বাস, বিএনপি নেতা ও সাবেক ইউপি সদস্য সালাউদ্দীন, যুবদল নেতা সাহিদুল ইসলাম,এনামুল হকসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ।।