ডেস্ক রিপোর্ট, ২৭ সেপ্টেম্বরঃ
বাংলাদেশের অন্যতম বিরোধী দল বিএনপির স্থায়ী কমিটির একজন সদস্য আ স ম হান্নান শাহ মঙ্গলবার ভোরে মারা গেছেন।
তার বয়স হয়েছিল ৭৭ বছর।
চলতি মাসের গোড়ার দিকে তাকে মারাত্মক অসুস্থ অবস্থায় সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়।
সেখানে র্যাফেল হার্ট সেন্টারে তিনি চিকিৎসাধীন ছিলেন।বিবিসি
তিনি বাংলাদেশ সেনাবাহিনীতে কর্মরত ছিলেন এবং ব্রিগেডিয়ার জেনারেল হিসেবে অবসরে যান।
পরে তিনি বিএনপির রাজনীতিতে অংশগ্রহণ করেন।
১৯৯১ সালে বিএনপি নেতৃত্বাধীন সরকারের পাট মন্ত্রী ছিলেন হান্নান শাহ।
২০০৭ সালে ১/১১ পরবর্তী সময়ে বিএনপির রাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন মি. শাহ।
বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার গণমাধ্যম শাখার কর্মকর্তা শায়রুল কবির খান জানাচ্ছেন, সিঙ্গাপুর থেকে হান্নান শাহর মরদেহ বাংলাদেশে নিয়ে আসার প্রক্রিয়া শুরু হয়েছে।