মেহেরপুর নিউজঃ
রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মেহেরপুর সদর উপজেলার খোকসা গ্রামে আমঝুপি ইউনিয়নের ১ নং ওয়ার্ড বিএনপি’র উদ্যোগে শুক্রবার রাতে এ কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়।
ব্যবসায়ী রফিকুল ইসলামের সভাপতিত্বে কর্মী সমাবেশ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা বিএনপি’র সদস্য ও সাবেক সংসদ সদস্য মাসুদ অরুণ।
এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেহেরপুর সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি এডভোকেট মারুফ আহমেদ বিজন, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক শফিকুল ইসলাম, আমঝুকি ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম প্রমুখ।