মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলা বিএনপি’র আহ্বায়ক জাবেদ মাসুদ মিল্টন বলেছেন, বিএনপিতে চাঁদাবাজদের কোন স্থান নেই। যারা চাঁদাবাজি করার মন-মানসিকতা নিয়ে দল করতে আসবেন তাদের সাবধান করে দিচ্ছি, দলের নাম ভাঙ্গিয়ে চাঁদাবাজি করবেন না। তিনি বলেন, কে নির্বাচন করবে কে দলের নেতৃত্ব দেবে সেটি ঠিক করবেন আপনারা।
জাভেদ মাসুদ মিলটন বৃহস্পতিবার বিকালে মেহেরপুর সদর উপজেলার শ্যামপুর বিএনপি’র উদ্যোগে শ্যামপুর কাব বাজারে অনুষ্ঠিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। স্থানীয় বিএনপি নেতা তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে সমাবেসে বিশেষ অতিথির বক্তব্যে জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট কামরুল হাসান বলেন,জিয়াউর রহমানের পরিবারকে কারা আক্রান্ত করেছিল, তারা ছিল মান্নান ভূঁইয়া গং।ঐ মান্নান ভূঁইয়া গং অনুসারীরা আপনাদের আশেপাশে ঘাপটি মেরে বসে রয়েছে। তাদের কাছ থেকে দূরে থাকবেন। সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক ফয়েজ মোহাম্মদ, সাবেক সহ-সভাপতি ইলিয়াস হোসেন, আলমগীর খান ছাতু, মোঃ হাফিজুর রহমান হাফি,ওমর ফারুক লিটন, মেহেরপুর সদর উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান রোমানা আহমেদ, স্থানীয় বিএনপি নেতা আবুল হাশেম, যুবদল নেতা সাইদুর রহমান প্রমূখ।
সমাবেসে অন্যদের মধ্যে মেহেরপুর জেলা বিএনপির’ সাবেক সহ-সভাপতি আনসারুল হক, সাবেক সাংগঠনিক সম্পাদক কাজী মিজান মেনন, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আজমল হোসেন মিন্টু,জেলা ছাত্রদলের সহ-সভাপতি নাহিদ মাহমুদ সানি প্রমুখ উপস্থিত ছিলেন। এর আগে জেলা বিএনপির আহবায়ক, সদস্য সচিব সেখানে এসে পৌঁছালে তাদের ফুলের শুভেচ্ছা জানানো হয়।