মেহেরপুর নিউজ,০৭ মে: পবিত্র মাহে রমজান-২০১৫ উপলক্ষে বিআরবি আলোয় দিপ্ত শিখা চলো ঢাকা চলো প্রতিযোগীতায় মেহেরপুরের মেয়ে হৃদিতা রহমান ইয়েস কার্ড লাভ করেছে। কুষ্টিয়াতে অনুষ্ঠিত প্রতিযোগীতায় মেহেরপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্রী চক্র পাড়ার বজলুর রহমান ও দিলার পারভিনের মেয়ে হৃদিতা রহমান হামদ ও নাত প্রতিযোগীতা মেহেরপুরের একমাত্র মেয়ে হিসেবে ইয়েস কার্ড লাভ করে।