মেহেরপুর নিউজ:
নবগঠিত মেহেরপুর সদর উপজেলার বাড়াদী ইউনিয়নের প্রথম নির্বাচিত চেয়ারম্যান হলেন মমিনুল ইসলাম ।বুধবার সকাল আটটা থেকে বিরতিহীনভাবে ৪ টা পর্যন্ত ভোট গ্রহণ পর্ব চলে।
মমিনুল ইসলাম ৫ হাজার ৩০ ভোট পেয়ে বেসরকারিভাবে বাড়াদী ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রার্থী পেয়েছেন ৪ হাজার ৮০৯ ভোট। ১৯ হাজার ১৫০ জন ভোটারের মন জয় করতে নবগঠিত বাড়াদী ইউনিয়নের চেয়ারম্যান পদে ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
নির্বাচনে ১৫ হাজার ২৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এরমধ্যে ৩২ টি ভোট বাতিল হয়ে যায়। নির্বাচনে মমিনুল ইসলাম আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীক নিয়ে ৫ হাজার ৩০ভোট পেয়ে বাড়াদী ইউনিয়নের প্রথম চেয়ারম্যান নির্বাচিত হন। এর আগে মোমিনুল ইসলাম সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়ে ইউনিয়ন পরিষদের নির্বাচনের প্রার্থীতা লাভ করার পূর্বে ভাইস চেয়ারম্যান থেকে পদত্যাগ করেন।