মেহেরপুর নিউজ, ২৭ফেব্রুয়ারি:
বাল্য বিবাহ মুক্ত ঘোষনার ৩য় বর্ষ পূর্তি উপলক্ষে মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যেগো বিশাল রোড শো এর আয়োজন করা হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: ইবাদত হোসেন বুধবার সকালে জেলা প্রশাসকের কার্যলয় চত্বরে রোড শো এর উদ্বোধন করেন।
পরে সদর উপজেলার নির্বাহী অফিসার মো: মাসুদুল আলমের নেতৃত্বে রোড শো টি সদর উপজেলার আমঝুপি,রাজনগর, বাড়াদী,মোমিনপুর, বলিয়ারপুর, গহরপুর,যাদুখালী, পিরোজপুর, নুরপুর মুজিবনগর উপজেলার যতারপুর,কোমরপুর,মহাজনপুর,সদরপুর, বোয়ালমারী, জগনাথপুর, ঢোলমারী, রতনপুর,বল্লবপুর, কেদারগঞ্জ, গৌরীনগর, পুরুন্তপুর, খানপুর, দারিয়াপুর, বিদ্যাধরপুর, মোনাখালী হয়ে সদরের চকশ্যামনগর, বন্দর, বামনপাড়া ঘুরে জেলা প্রশাসন চত্বেরে এসে শেষ হয়।
এর আগে আমঝুপি, বাড়াদী, কোমরপুর, কেদারগঞ্জ, দারিয়াপুর পৃথক পৃথক পথ সভা অনুষ্ঠিত হয়।
সদর উপজেলা নির্বাহী অফিসার মাসুদুল আলম মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার নাহিদা আখতার।
পলাশী পাড়া সমাজ কল্যান সমিতির নির্বাহী পরিচালক মোশাররফ হোসেন, সেভ দি চিলড্রেন এর ব্যাবস্থাপক ইমরান চৌধুরী প্রমুখ বক্তব্য রাখেন।
এদিকে রোড শো তে শতাধিক মোটর সাইকেল এবং অনান্য যান বাহন অংশ গ্রহন করে।