মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৯ জানুয়ারি: বাল্য বিবাহের আয়োজন করায় মেহেরপুর সদর উপজেলার রাইপুর গ্রামের কনে নারগিছের (১৪) নানা শহিদুল ইসলামের এক হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত। শুক্রবার দুপুরের দিকে সদর উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা শাহীনুজ্জামান কনের বাড়িতে উপস্থিত হয়ে ভ্রাম্যমান আদালত বসিয়ে এ রায় দেন। জানা গেছে, সদর উপজেলার রাইপুর গ্রামের নান্টুর মেয়ে হাতিভাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের ৯ম শ্রেণীর ছাত্রী নারগিছের সাথে মুজিবনগর উপজেলার দারিয়াপুর গ্রামের হাসানের সাথে বিয়ের দিন ধার্য করে। শুক্রবার বিয়ের সকল প্রস্তুতি চলছিলো। দুপুরের দিকে গোপন সূত্রে খবর পেয়ে ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা শাহীনুজ্জামানের নেতৃত্বে ভ্রাম্যমান আদালতের একটি টিম ঘটনাস্থলে পৌছে কনের নানা শহিদুলের একহাজার টাকা জরিমানা আদায়সহ বাল্য বিবাহ বন্ধ করেন। ভ্রাম্যমান আদালতের বিচারক শাহীনুজ্জামান জানান, বাল্য বিবাহ নিরোধ আইন ১৯২৯ এর ৬(১) ধারায় দোষী সাবাস্থ্য হওয়ায় কনের নানার জরিমানা আদায় করা হয় এবং একই সাথে মেয়ের মা ও নানার সাথে মুচলেকা আদায় করে বিবাহ বন্ধ করা হয়।সদর থানার এএসআই মুস্তাহাব সেখানে উপস্থিত ছিলেন।