মেহেরপুর নিউজ,২৫ জানুয়ারী:
মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে মুজিবনগর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বাল্যবিবাহ প্রতিরোধে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভা শেষে উপসইথথ সকলকে যেখানেই বাল্য বিবাহে সেখানেই প্রতিরোধে শ্লোগানে শপথ করানো হয়। আমাদের প্রতিনিধির খবর
দারিয়াপুর মাদ্রাসায় আলোচনা সভা
মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যেগে বাল্য বিবাহ প্রতিরোধে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে দারিয়াপুর গাওছিয়া মাদ্রাসা মিলনায়তনে মাদ্রাসার সুপার নেছের উদ্দিনে সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা প্রশাসকের পত্মী ও জেলা মহিলা ক্লাবের সভানেত্রী অ্যাড. লতিফা খানম চৌধুরী। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক পত্মী শিউলি পারভিন। এসময় সহকারী কমিশনার শুভ্রা দাস, সহকারী কমিশনার পত্মী সাথী জাহান প্রমুখ সেখানে উপস্থিত ছিলেন।
মানিকনগর মাদ্রাসায় আলোচনা সভা
মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যেগে বাল্য বিবাহ প্রতিরোধে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে মানিকনগর ডি এস মাদ্রাসা মিলনায়তনে মাদ্রাসার অধ্যক্ষ আহামেদ আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা প্রশাসকের পত্মী ও জেলা মহিলা ক্লাবের সভানেত্রী অ্যাড. লতিফা খানম চৌধুরী। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক পত্মী শিউলি পারভিন। এসময় সহকারী কমিশনার ও জেলা মহিলা ক্লাবের সাধারণ সম্পাদক শুভ্রা দাস, সহকারী কমিশনার পতœী সাথী জাহান প্রমুখ সেখানে উপস্থিত ছিলেন।
মুজিবনগর মাধ্যমিক বিদ্যালয়ে আলোচনা সভা
মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যেগে বাল্য বিবাহ প্রতিরোধে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে মুজিবনগর মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে বিদ্যালয়ের প্রধান শিক্ষ ইজারুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা প্রশাসকের পত্মী ও জেলা মহিলা ক্লাবের সভানেত্রী অ্যাড. লতিফা খানম চৌধুরী। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক পতœী শিউলি পারভিন। এসময় সহকারী কমিশনার শুভ্রা দাস, সহকারী কমিশনার জেলা মহিলা ক্লাবের সভানেত্রী সাথী জাহান প্রমুখ সেখানে উপস্থিত ছিলেন। বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক আলিফ হোসেন ।