নিজস্ব প্রতিনিধি:
মেহেরপুর বক্ষব্যধি হাসপাতালের ফার্মাসিস্ট আবদুল মতিন চিকিৎসক না হয়েও রোগি দেখেন। দেন ব্যবস্থাপত্র। হাসপাতালের ওষুধ বাইরে বিক্রি করেন।
এনিয়ে বিস্তর লেখা লেখি হয়েছে। কিন্তু জেলা প্রশাসন কিম্বা সংশ্লিষ্ট স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা বিধিমত কোন পদক্ষেপ নেননি। অবশেষে সোমবার দুপুরে দুদুক অভিযানে আসে বক্ষ্যব্যধি হাসপাতালে। অভিযানে অভিযোগের প্রমান দেখতে পান দুদুক।
দুদুক হাসপাতালে ঢুকেই দেখলেন মেহেরপুর বক্ষব্যাধি হাসপাতালের ফার্মাসিষ্ট আব্দুল মতিন রোগিদের লাইনে রেখে দেখছেন। দিচ্ছেন ব্যবস্থাপত্র। এ সময় খাতাপত্র পরীক্ষা করে দেখেন রেজিস্টার আর ঔষধ বিতরণে বিস্তর ফারাক। রোগীকে ঔষধ দিয়েছেন ৩০ পিচ আর রেজিস্টারে লেখা হয়েছে ৯০ পিচ।
দুদুকের সহকারী পরিচালক রফিক উদ্দীন খানের নেতৃত্বে অভিযান চলাকালে খবর দেওয়া হয় সিভিল সার্জন ডা. শামীম আরা নাজনীনকে। তিনি ঘটনাস্থলে এসে জানান, মতিনকে মৌখিক ভাবে সর্তক করা হয়েছিল। হাসপাতালে উপস্থিত ডা. ফয়সাল আহম্মেদ বলেন আঃ মতিন আমার কোন কথা শোনে না।
আমি তার বিষয়ে সিভিল সার্জন স্যারের কাছে অভিযোগ করেছি। স্যার তাকে মৌখিক ভাবে সতর্ক করেছিলেন। উপজেলা স্বাস্থ্য পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা. অলোক কুমার দাস জানান, মতিনকে আমিও কয়েকবার মৌখিক ভাবে রোগী না দেখার জন্য বলেছি।
দুদুকের সহকারী পরিচালক রফিক উদ্দীন খান বলেন, মেহেরপুর বক্ষব্যাধী হাসপাতালের ফার্মাসিষ্ট আঃ মতিনের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে তা প্রমানিত। সিভিল সার্জনকে এ ব্যপারে ব্যবস্থা গ্রহন করতে বলেন। সাভিল সার্জন এবিষয়ে দ্রুত ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানান।