মেহেরপুর নিউজ:
আগামী ১৫ জুন অনুষ্ঠিতব্য মেহেরপুর সদর উপজেলার নব গঠিত বারাদি ইউনিয়নের নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোমিনুল ইসলাম মোমিন মনোনয়নপত্র জমা দিয়েছেন।
মঙ্গলবার মনোনয়নপত্র জমাদানের শেষ দিনে মোমিনুল ইসলাম বারাদি ইউনিয়নের নির্বাচন পরিচালনাকারী দায়িত্বে নিয়োজিত রিটানিং অফিসার মেহেদী হাসান এর নিকট মনোনয়নপত্র জমা দেন। পত্র জমাদানের সময় বারাদি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শামিম ফেরদৌস, মেহেরপুর জেলা কৃষকলীগের সভাপতি মাহবুব আলম শান্তি সহ স্থানীয় আওয়ামী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।