এক ঝলক

বামুন্দীর ঐতিহ্যবাহী গরুর হাট হুমকির মূখে

By মেহেরপুর নিউজ

April 22, 2019

মেহেরপুর নিউজ, ২২ এপ্রিল:

ইজারার মাধ্যমে হাট নিতে ব্যার্থ হয়ে নিজেরা মিলেই গরুর হাট খুলে বসেছে কুষ্টিয়ার মীরপুরের ব্যবসায়ী কামাল। মেহেরপুরের বামুন্ধী হাটে গরু আনতে বাধা দেওয়ায় ঐতিহ্যবাহী বামুন্দীর হাট হুমকির মুখে পড়েছে।

বৃটিশ সরকারের আমলে প্রতিষ্ঠত মেহেরপুরের গাংনী উপজেলার বামুন্দীর গরুর হাট। সপ্তাহের সোম ও শুক্রবার ২টি হাটি দেশের বিভিন্ন স্থানের ব্যাপারীরা আসেন এখানে গরু কিনার জন্য।

গত কয়েক বছর যাবত একটি সিন্ডিকেটের মাধ্যমে কুষ্টিয়ার মীরপুর উপজেলার কামাল হোসেন হাটের ইজারা নিয়ে ব্যবসা করে আসছিল।

চলতি ১৪২৬ (বাংলা) সালে সর্বকালের রেকর্ড ভেঙ্গে বামুন্দীর আমিরুল ইসলাম ২ কোটি ৬৬ লক্ষ টাকা যা ভ্যাটসহ ৩ কোটি ১৮ লক্ষ ৭০ হাজার টাকায় ১ বছরের জন্য ইজারা নেন।

এদিকে কামাল হোসেন হাটের ইজারা না পেয়ে খলিসাকুন্ডির পার্শ্বে এসকে পশু হাট নামে সোম ও শুক্রবার হাট খুলে বসেছে। অবৈধ্য ভাবে এ হাট খুলে বসে এবং পাশাপাশি বামুন্দী হাটের বিভিন্ন প্রবেশ মুখে বহিরাগত ব্যাপারীদের গরু আনতে বাধা প্রদান করছে।

সোমবার বামুন্দী হাটে গিয়ে দেখা যায় অন্য বারের তুলনায় এদিন হাটে গরু আমদানী অনেক কম। নিরাপত্তার কারণে ব্যাপারীরা বামুন্দী হাটে আসতে সাহস পাচ্ছে না। বিষয়টি বামুন্দী হাট ইজারা কতৃপক্ষ মেহেরপুর ও কুষ্টিয়া জেলা প্রশাসক বরাবর লিখিত ভাবে জানিয়েছেন বলে জানাগেছে।

এবিষয়ে বামুন্দী ইউনিয়ন চেয়ারম্যান শহিদুল ইসলাম জানান, হাটের ইজারা না পেয়ে ক্ষিপ্ত হয়ে কামাল হোসেন অবৈধ্য ভাবে হাট বসিয়ে আমাদের ঐতিহ্যবাহী হাটের ক্ষতি করছে।