বর্তমান পরিপ্রেক্ষিত

বামুন্দি পুলিশ ক্যাম্পের অভিযানে ২১ বোতল ফেনসিডিল উদ্ধার

By মেহেরপুর নিউজ

March 01, 2025

মেহেরপুর নিউজ:

মেহেরপুর জেলার গাংনী উপজেলার বামুন্দি পুলিশ ক্যাম্পের মাদক বিরোধী অভিযানে ২১ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। শনিবার সকালের দিকে মেহেরপুরের গাংনী উপজেলার বামুন্দি দেবীপুর এলাকা থেকে ফেনসিডিল সহ ফেনসিডিল বহন করা একটি পাখি ভ্যান উদ্ধার করেন।

জানা গেছে গোপন সূত্রের খবর পেয়ে বামন্দী পুলিশ ক্যাম্পের এএসআই মো: মাজহারুল ইসলামসহ সঙ্গীয় ফোর্স গাংনী উপজেলার দেবীপুর সড়ক দিয়ে মাদক পাচার হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দেবীপুর বাজার এলাকা থেকে ২১ বোতল ফেনসিডিল ও একটি পাখি ভ্যান উদ্ধার করে। পুলিশের আগমনী টের পেয়ে মাদক পাচারকারী পাখি ভ্যান ফেলে রেখে পালিয়ে যায়।