মেহেরপুরের বামনপাড়ায় মাদক সেবন করে বিভ্রান্তি কর আচরণ করায় আব্দুল গফুর, সুজন আলী, ও সাইফুল ইসলাম নামের তিন জনকে ১ মাসের করে কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদণ্ড করেছে মোবাইল কোর্ট।
বুধবার সকালের দিকে মেহেরপুর সদর উপজেলার বামনপাড়া গ্রামে এ মোবাইল কোর্ট বসানো হয়। সাজা প্রাপ্ত আব্দুল গফুর মেহেরপুর সদর উপজেলার বামন পাড়া গ্রামের মধু খাঁর ছেলে, সুজন আলী আমদহ গ্রামের কাউসার আলীর ছেলে এবং সাইফুল ইসলাম বামন পাড়া গ্রামের মনিরুল ইসলামের ছেলে।
মেহেরপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত জাহান মোবাইল কোর্ট পরিচালনা করেন। এর আগে মেহেরপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত জাহানের নেতৃত্বে মেহেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। এসময় বামন পাড়া গ্রামের সাইফুল ইসলামের বাড়ির পিছনে আব্দুল গফুর, সুজন আলী, ও সাইফুল ইসলাম মাদক সেবন করে বিভ্রান্তি কর আচরণ করার সময় তাদেরকে আটক করা হয়। পরে মোবাইল কোর্টে বসিয়ে তাদের এ সাজা দেওয়া হয়।