মেহেরপুর নিউজ,০৫ মার্চ: ছেলের কাছে মাত্র ১০ টাকা দাবি করে না পেয়ে একটি ট্রাকের গ্লাস ভাংচুর করেছে মানসিক প্রতিবন্ধী বাবা আব্দুস সামাদ। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে ছেলে মিঠুন তার পিতাকে বেধড়ক পিটিয়ে হাত পা ভেঙ্গে দিয়েছে।বৃহস্পতিবার সকালে মেহেরপুর সদর উপজেলার হাসনাবাদ কলোনীপাড়ায় নিষ্ঠুর এ ঘটনাটি ঘটেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, মিঠুন একটি ট্রাকে হেলপারের কাজ করে। সকালের দিকে সিমেন্ট বোঝাই ট্রাকটি (ঢাকা মেট্রো ট-১৮-৪০১২) তার বাড়ির পাশে রেখে বিশ্রাম নিচ্ছিল। এ সময় তার মানসিক ভারসাম্যহীন পিতা ছেলের কাছে ১০টি টাকা দাবি করে। টাকা দিতে অপাগতা প্রকাশ করায় রাগে ক্ষোভে ট্রাকের উপর হামলা চালায়। এতে ট্রাকের সামনের ও জানালার কাচ ভেঙ্গে যায়। ঘটনা জানতে পেরে ছেলে মিঠুন তার পিতাকে বেধড়ক পিটিয়ে জখম করে। এতে তার একটি হাত ও একটি পা ভেঙ্গে যায়।