মেহেরপুর নিউজ,২৩ নভেম্বর:
মেহেরপুরে একটি মাদক মামলায় জমির উদ্দিন (৫৫) নামের এক মাদক ব্যবসায়ীর যাবজ্জীবন সশ্রম কারাদন্ড দিয়েছেন আদালত। পাশাপাশি ২৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ১ বছরের কারাদন্ড দেয়া হয়েছে। একই মামলায় জমির উদ্দিনের ছেলে জহিরুল ইসলাম (৩৩) কে বেকসুর খালাস দিয়েছেন আদালত।
সোমবার বিকেলে মেহেরপুর জেলা ও দায়রা জজ মো: রবিউল হাসান এ আদেশ দেন।
দন্ডিত জমির উদ্দিন জেলার গাংনী উপজেলার রামকৃষ্ণপুর ধলা গ্রামের মোনা মোল্লার ছেলে।
মামলার বিবরণে জানা গেছে, ২০১০ সালের ১৪ জুন মেহেরপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের পরিদর্শক আহসান হাবিব পুলিশের একটি টিম নিয়ে গাংনী উপজেলার রামকৃষ্ণপুর ধলা গ্রামের জমির উদ্দিনের বাড়িতে তল্লাশি চালিয়ে ৮০ গ্রাম হেরোইনসহ তাকে আটক করেন। ওই দিন গাংনী থানায় জমির উদ্দিন ও তার ছেলে জহিরুল ইসলামকে আসামী করে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ১৯৯০ এর ১৯(১) টেবিল ১(খ) ধারায় একটি মামলা দায়ের করেন। যার নং-১৫। জিআর নং-২৯০/১০ এবং সেশস মামলা নং-২৮/১১। মামলার প্রাথমিক তদন্ত শেষে আদালতে অভিযোগ পত্র দাখিল করেন তদন্তকারী কর্মকর্তা। মামলায় ১৩ জন সাক্ষী তাদের সাক্ষ্য দেন।
মামলায় সরকারের পক্ষে পাবলিক প্রসিকিউটর পল্লব ভট্টাচার্য এবং আসামী পক্ষে ইব্রাহিম শাহিন আইনজীবীর দায়িত্ব পালন করেন।