মেহেরপুর নিউজঃ
মেহেরপুর সদর উপজেলার বাড়িবাঁকা সীমান্ত মাধ্যমিক বালিকা বিদ্যালয় উদ্যোগে লোকসংস্কৃতিক মেলার আয়োজন করা হয়।
সোমবার বাড়িবাঁকা সীমান্ত মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে মেলা অনুষ্ঠিত হয়। মেলায় বিলুপ্তপ্রায় কাঁসার তৈরি জামবাটি, গামলা, ঘড়া, বদনা, দড়ির তৈরি শিকা, ল্যাম্প, হারিকেন, জাঁতা,মাটির কলস, জাঁতি,মাছ ধরা পলো,লাঙ্গল, কুড়াল, খেপলা জাল সহ বিভিন্ন ধরনের জিনিস স্থান পায়।
মেহেরপুর জেলা শিক্ষা অফিসার হযরত আলী মেলার স্টল পরিদর্শন করেন। এ সময় সহকারী শিক্ষা অফিসার আব্দুর রাহিম, গবেষণা কর্মকর্ত আখতারুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন। বাড়িবাঁকা সীমান্ত মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাশ্বত নিপ্পন চক্রবর্তী অতিথিদের স্বাগত জানান।