বর্তমান পরিপ্রেক্ষিত

বাড়াদি ইউনিয়ন পরিষদে “তারুণ্যের ভাবনায় নতুন বাংলাদেশ ” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

January 09, 2025

মেহেরপুর নিউজঃ

মেহেরপুর সদর উপজেলার বাড়াদি ইউনিয়ন পরিষদের উদ্যোগে তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে “তারুণ্যের ভাবনায় নতুন বাংলাদেশ ” শীর্ষক কর্মশালার আয়োজন করা হয়।

বৃহস্পতিবার সকালে বাড়াদি ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। মেহেরপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মনিরুজ্জামানের সভাপতিত্বে কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন বাড়াদি ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা আজিমুদ্দিন।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনীধি আশিক,শ্রাবণী, সাধন প্রমুখ।

“তারুণ্যের ভাবনায় নতুন বাংলাদেশ ” শীর্ষক কর্মশালায় বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অবিভাবক অংশ গ্রহণ করেন।