ধর্ম

বাঙালি হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা শুরু

By মেহেরপুর নিউজ

October 20, 2023

মেহেরপুর নিউজ:

ষষ্ঠী পূজার মধ্যদিয়ে শুরু হলো বাঙালি হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা। আগামী ২৪ অক্টোবর মঙ্গলবার বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্যদিয়ে শেষ হবে পাঁচদিনব্যাপি এ উৎসবের।

পূজাকে আনন্দমুখর করে তুলতে জেলা জুড়ে বর্ণাঢ্য প্রস্তুতি ইতোমধ্যেই শেষ হয়েছে। এখন বইছে উৎসবের আমেজ। ঢাক-ঢোল কাঁসা এবং শঙ্খের আওয়াজে মুখরিত হয়ে উঠেছে বিভিন্ন মন্ডপ।

মেহেরপুর জেলা এবার মোট ৪৩ মন্দিরে  দুর্গাপূজা মন্ডপ তৈরি হয়েছে। এর মধ্যে মেহেরপুর পৌর এলাকায় ৫ টি মন্দিরে পূজা মন্ডপ তৈরি হয়েছে। এগুলো হলো শ্রী শ্রী সিদ্ধেশ্বরী কালী মন্দির, নায়েববাড়ি মন্দির, হরিসভা মন্দির, বকুলতলা পূজা মন্দির, এবং হরিজন বালক পূজা মন্দির।

মেহেরপুর সদর উপজেলায় ৯টি মন্দিরে মন্ডপ তৈরি হয়েছে। এগুলো হলো গোভীপুর বায়পাড়া দূর্গা মন্ডপ, গোভীপুর দাসপাড়া দূর্গা পূজা, আমঝুপি রাধারাম মন্দির, রাধের শ্যাম মন্দির, বাড়াদি দাসপাড়া মন্দির, বামনপাড়া সর্বজনীন কালী মন্দির, পিরোজপুর দূর্গা মন্দির, পিরোজপুর কালীমাতা দাসপাড়া মন্দির, এবং গহরপুর দাসপাড়া মন্দির।

মুজিবনগর উপজেলা ৭টি পূজা মন্ডপ তৈরি হয়েছে। এগুলো হল মহাজনপুর সার্বজনীন দূর্গ মন্দির, বাবুপুর সার্বজনীন দূর্গা মন্দির, কোমরপুর সার্বজনীন দূর্গা মন্দির, মোনাখালী পূজা মন্ডপ, রতনপুর দাসপাড়া পূজা মন্ডপ, বল্লভপুর পূজা মন্ডপ, এবং দারিয়াপুর পূজা মন্ডপ।

অপরদিকে গাংনীতে ২২ মন্দিরে পূজা মন্ডপ তৈরি হয়েছে এগুলো হলো গাংনী কেন্দ্রীয় মন্দির, কেন্দ্রীয় রাম মন্দির, চৌগাছা দাস পাড়া কালী মন্দির,গাড়াডব দাসপাড়া কালীমন্দির, কুচইখালি যুগিন্দা দুর্গা মন্দির, হাড়িয়াদহ সার্বজনীন দুর্গা মন্দির, আমতলী দাসপাড়া কালীমন্দির, ষোলটাকা কর্মকার পাড়া দুর্গা মন্দির, ষোলটাকা দাশ পাড়া কালী মন্দির, বামুন্দি কোল পাড়া কালী মন্দির, মোটমুড়া হালদারপাড়া কালীমন্দির, বেতবেরিয়া দাসপাড়া কালীমন্দির, ভোমরদা দাসপাড়া কালী মন্দির, হিজলবাড়িয়া দাসপাড়া কালী মন্দির, শিমুলতলা দাসপাড়া কালীমন্দির, মোহাম্মদপুর দাসপাড়া কালীমন্দির, ভোলাডাঙ্গা দাসপাড়া কালীমন্দির, বাউট দাসপাড়া কালীমন্দির, চাঁদপুর দাসপাড়া কালীমন্দির, কসবা দাসপাড়া কালীমন্দির, নিত্যানন্দপুর হরি মন্দির, এবং রায়পুর দাসপাড়া কালীমন্দির।