মেহেরপুর নিউজ ২৪ ডট কম, ১৪ এপ্রিল: বাংলা নববর্ষ পালন উপলক্ষে মেহেরপুর জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে বাংলার ঐতিহ্য লাঠিয়াল খেলার আয়োজন করা হয়। সোমবার সকাল ৯ টার দিকে মেহেরপুর শহীদ সাসুজ্জোহা পার্কে এ লাঠি খেলা অনুষ্ঠিত হয়। মেহেরপুর জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব কে এম আতাউল হাকিম লাল মিয়াম সদস্য আনোয়ারুল হক শাহী এ সময় সেখানে উপস্থিত ছিলেন। খেলায় মেহেরপুর সদর উপজেলার পিরোজপুরের লাঠিয়াল বাহিনীর সদস্যরা খেলা পরিবেশন করেন।