সাহাজুল সাজু :
বাংলা একাডেমী সাহিত্য পুরস্কার পাচ্ছেন মেহেরপুরের গাংনীর কৃতিসন্তান রফিকুর রশীদ রিজভী। রিজভী গাংনী সরকারী ডিগ্রী কলেজের সাবেক সহকারী অধ্যাপক। তিনি গাংনী উপজেলা শহরের বাসিন্দা হলেও উপজেলার ধানখােলা ইউনিয়নের গাঁড়াডােব গ্রামে জন্মগ্রহণ করেছিলেন।
রবিবার (২৩ জানুয়ারী) বাংলা একাডেমী থেকে বিভিন্ন বিষয়ের উপর মােট ১১ জনকে পুরস্কৃত করার ঘােষণা দেয়া হয়। রিজভী শিশু সাহিত্যের জন্য এবার পুরস্কার পাচ্ছেন।
বাংলা একাডেমী আয়ােজিত অমর একুশে বই মেলা উদ্বোধন অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ পুরস্কার প্রদান করবেন।
এদিকে রফিকুর রশীদ রিজভী পুরস্কারের ঘােষণার পর মেহেরপুর ও গাংনীতে তার শুভাকাঙ্ক্ষীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনন্দন জানিয়েছেন। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্য অনার্সসহ এম.এ. পাশ করেছেন।
লেখালেখি : ছড়া, কবিতা, গল্প, উপন্যাস, প্রবন্ধ, নাটক, শিশুসাহিত্য ও গান। গবেষণার বিষয় : বাংলাদেশের ভাষা আন্দোলন এবং মুক্তিযুদ্ধের ইতিহাস। গীতিকার : বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনের ‘ক’ শ্রেণীর গীতিকার।
গল্পগ্রন্থ : হলুদ দোয়েল, স্বপ্নের ঘরবাড়ি, দিনযাপনের দায়, এইসব জীবনযাপন, জীবনের যতো জলছবি, শেকড়ছেঁড়া মানুষের গল্প, রৌদ্রছায়ার নকশা, অশনিপাতের দিন, না গৃহ না সন্ধ্যাস, সাদা মেঘের পালক, দ্বিতীয় জন্মের কুহক, প্রথম কদমফুল, অন্ধকারের উৎস হতে, অন্যযুদ্ধ, মুক্তিযুদ্ধের গল্প, প্রেমের গল্প, গল্পগুলো বঙ্গবন্ধুর, গল্পসমগ্র-১, ২ ও ৩।
উপন্যাস : হৃদয়ের একূল ওকূল, দারুচিনি দ্বীপের ভেতর, দাঁড়াবার সময়, ছায়ার পুতুল, নিষিদ্ধ সুবাস, বাড়ির নাম সংশপ্তক, খননের রাত, চার দেয়ালের ঘর, ভালবাসার জলছবি, পাপী পিয়া এবং পদ্মফুল, প্রতিপর্বসহ অজস্র গান,ছড়া,সাহিত্য লিখে পাঠক সমাজে নন্দিত হয়েছেন। রিজভী ইতােমধ্যে তার লেখনীর জন্য একাধিক পুরস্কারে ভূষিত হয়েছেন।