মেহেরপুর নিউজ:
বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি মেহেরপুর জেলা শাখার কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এক আলোচনা সভা শেষে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক কাজী মোহাম্মদ আনিসুজ্জামানকে সভাপতি এবং মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয় সহকারী শিক্ষক এস এম সাইফুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ২২ সদস্য বিশিষ্ট মেহেরপুর জেলা সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন করা হয়।
কমিটির অন্য সদস্যরা হলেন সহ-সভাপতি আব্দুর রাজ্জাক, আব্দুল মান্নান, যুগ্ম সম্পাদক মোঃ ইমরান হোসেন, সহ-সম্পাদক সেকেন্দার আলী, দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম, কোষাধ্যক্ষ মোস্তাফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক আলিমুজ্জামান, প্রচার সম্পাদক আব্দুস সালাম, সমাজ কল্যাণ সম্পাদক আব্দুল লতিফ, সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক নাসির উদ্দিন, মহিলা বিষয়ক সম্পাদক তানিয়া মাসুদা এবং নির্বাহী সদস্য রাশেদুল ইসলাম, ফারুক আহমেদ, ইলিয়াস হোসেন,ফরিদ উদ্দিন, আতাউল্লাহ, শামীমা আক্তার, ফেরদৌস আলী ও তৌফিকুর রহমান। এদিকে এর আগে সরকারি বালক উচ্চ বিদ্যালয় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাসুদা খাতুনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মিজানুর জামান, সহকারী শিক্ষক সিদ্দিকুর রহমান আবদুল মান্নান প্রমুখ।