মেহেরপুর নিউজ,০৯ মার্চ: বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটর চেয়ারম্যান ও মাগুরা-১ আসনের সংসদ সদস্য প্রফেসর ডা. এম এস আকবর এমপি ইন্তেকাল করেছেন( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। সোমবার রাত সাড়ে ৭টার দিকে ঢাকার হৃদরোগ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন।
প্রফেসর ডা. এম এস আকবর এমপি মাগুরা জেলা আওযামীলীগের সম্মেলন শেষে ঢাকায় ফেরার পথে আমিন বাজারে পৌছালে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে ঢাকার দারুস সালামের নিজ বাসভবনে পৌছালে তিনি আরো বেশী অসুস্থ হয়ে পড়েন। তখন তাকে সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে হুদরোগ হাসপাতালে ভর্তি করে পরিবারের সদস্যরা। হাসপাতালের পৌছানোর পরপরই চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ মেয়েসহ দেশে বিদেশে অসংখ্য গুনাগ্রাহী রেখে গেছেন।
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির আন্তর্জাতিক সম্পর্ক ও যোগাযোগ বিভাগের সহকারী পরিচালক খন্দকার এনোয়তুল্লাহ একরাম তার মৃত্যুর খবর মেহেরপুর নিউজ ডেস্ককে জানান।
প্রফেসর ডা. এম এস আকবর এমপি পরপর চার বার মাগুরা -১ আসনের নির্বাচিত সংসদ সদস্য্ দীর্ঘদিন তিনি মাগুরা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেণ। সর্বশেষ রোববার মাগুরা জেলা আওয়ামীলীগের কাউন্সিলে সভাপতি নির্বাচিত হন।
তার মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছে মেহেরপুর নিউজ পরিবার। শোক জানিয়েছেন রেডক্রিসেন্ট সোসাইটির গভর্ণিং বডির মেম্বার অ্যাড. খন্দকার একরামুল হক হীরা, মেহেরপুর প্রেসক্লাবের উপদেষ্টা তুহিন আরণ্য, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, মেহেরপুর নিউজের চেয়ারম্যান পলাশ খন্দকার, বার্তা সম্পাদক ইয়াদুল মোমিন, বিশেষ প্রতিনিধি মাহবুবুল হক পোলেন, স্টাফ রিপোর্টার মুজাহিদ মুন্না সহ অনেকে।