এক ঝলক

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে বিজয় দিবস উদযাপিত

By Enayet Akram

December 16, 2019

মেহেরপুর নিউজ, ১৬ ডিসেম্বর: বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে নানা আয়োজনের মধ্যে দিয়ে উদযাপিত মহান বিজয় দিবস। আয়োজনের মধ্যে ছিলো, জাতীয় ও রেড ক্রিসেন্ট পতাকা উত্তোলন, জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ ও রক্ত সংগ্রহ কার্যক্রম ।

এই উপলক্ষে আজ সোমবার সকাল সাড়ে ৭ টায় সোসাইটির মগবাজারস্থ জাতীয় সদর দপ্তরে জাতীয় এবং রেড ক্রিসেন্ট পতাকা উত্তোলন করা হয়।

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ম্যানেজিং বোর্ড মেম্বার রেহানা আশিকুর রহমান ও রাজিয়া সুলতানা লুনা যৌথভাবে জাতীয় পতাকা এবং সোসাইটির মহাসচিব মো: ফিরোজ সালাহ্ উদ্দিন রেড ক্রিসেন্ট পতাকা উত্তোলন করেন। এসময় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ম্যানেজিং বোর্ডের সম্মানিত সদস্য লুৎফুর রহমান চৌধুরী হেলাল, রবীন্দ্র মোহন সাহা, সোসাইটির পরিচালকবৃন্দএবং বিভিন্ন স্তরের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি:

এরপর সকাল ১০ টার দিকে সোসাইটির মহাসচিবের নেতৃত্বে সাভার জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করা হয়। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ম্যানেজিং বোর্ড মেম্বার রবীন্দ্র মোহন সাহা, সোসাইটির বিভিন্ন বিভাগের দায়িত্বরত পরিচালকসহ সকল স্তরের কর্মকর্তা-কর্মচারী এবং যুব – স্বেচ্ছাসেবকরা এসময় উপস্থিত ছিলেন।

এছাড়াও দিবসটি উপলক্ষে সংসদ ভবনের দক্ষিন প্লাজা ও নারায়নগঞ্জসহ ৪ টি পয়েন্টে রক্ত সংগ্রহ কার্যক্রম অনুষ্ঠিত হয়।