মেহেরপুর নিউজ,০৪ আগষ্ট: বাংলাদেশ ব্যাংক রেমিটেন্স অ্যাওয়ার্ড প্রাপ্ত আমিনুল ইসলামকে তার সহপাঠীরা সংবধনা দিয়েছে। মঙ্গলবার সকালে মেহেরপুর শহরের মল্লিকপাড়ায় আমিনুল ইসলামের বাসভবনে এ সংবর্ধনার আয়োজন করে আমঝুপি মাধ্যমিক বিদ্যালয়র এসএসসি ১৯৯৪ ব্যাচের সহপাঠিরা। এ সময় তাকে ফুলেল শুভেচছা ও সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়। শফিকু মেহমুদ শাহিনের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংবর্ধিত আমিনুল ইসলাম। বক্তব্য রাখেন, আব্দুল খালেক, মিলন, ফারুক হোসেন, সালাউদ্দিন, আব্দুল মান্নান, আমিরুল ইসলাম,কুশু মিয়া, সাইদুর রহমান, আলমগীর হোসেন প্রমুখ।