বাংলাদেশ নৌবাহিনীতে সরাসরি কমিশন্ড অফিসার ২০২০-এ ডিইও ব্যাচ ‘অ্যাক্টিং ইনস্ট্রাকটর সাব-লেফটেন্যান্ট এবং অ্যাক্টিং সাব-লেফটেন্যান্ট’ পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে।
পদের নাম
অ্যাক্টিং ইনস্ট্রাকটর সাব-লেফটেন্যান্ট এবং অ্যাক্টিং সাব-লেফটেন্যান্ট।
যোগ্যতা
১. ইঞ্জিনিয়ারিং ও ইলেকট্রিক্যাল শাখা
পুরুষ শিক্ষাগত যোগ্যতা : নেভাল আর্কিটেকচার/ মেকানিক্যাল/ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং বিষয়ে বিএসসি ইঞ্জিনিয়ারিং। এসএসসি ও এইচএসসি পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৪.০০ এবং বিএসসি ইঞ্জিনিয়ারিংয়ে সিজিপিএ ২.৫ (৪ স্কেলে)।
২. শিক্ষা শাখা : পুরুষ ও মহিলা
শিক্ষাগত যোগ্যতা : মনোবিজ্ঞান/ গণিত/ ইংরেজি/ কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং/ রসায়ন/ পদার্থ/ আইন বিষয়ে স্নাতক (সম্মান)। এসএসসি ও এইচএসসি পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৪.০০ এবং স্নাতকে (সম্মান) সিজিপিএ ২.৫ (৪ স্কেলে)।
শারীরিক যোগ্যতা : পুরুষ প্রার্থীর উচ্চতা হতে হবে ১৬২.৫ সেমি বা ৫ ফুট ৪ ইঞ্চি, ওজন ৫০ কেজি, বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ৭৬ সেমি বা ৩০ ইঞ্চি ও সম্প্রসারিত অবস্থায় ৮১ সেমি বা ৩২ ইঞ্চি। নারীদের উচ্চতা হতে হবে ১৫৫ সেমি বা ৫ ফুট ১ ইঞ্চি, ওজন ৪৬ কেজি। বুকের মাপ হতে হবে স্বাভাবিক অবস্থায় ৭১ সেমি বা ২৮ ইঞ্চি ও সম্প্রসারিত অবস্থায় ৭৬ সেমি বা ৩০ ইঞ্চি।
বেতন-ভাতা
ইঞ্জিনিয়ারিং ও ইলেকট্রিক্যাল শাখা : পুরুষ
কমিশনপ্রাপ্তির পর এককালীন ৫৯,১৫০ টাকা বিশেষ ভাতা দেওয়া হবে।
শিক্ষা শাখা : পুরুষ ও মহিলা
কমিশনপ্রাপ্তির পর এককালীন ৪২,২৫০ টাকা বিশেষ ভাতা দেওয়া হবে। এ ছাড়া অন্যান্য সুযোগ-সুবিধা প্রদান করা হবে।
আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীকে www.joinnavy.navy.mil.bd ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে ভর্তি ফরম পূরণ করে জমা দিতে হবে। আবেদন শেষ পর্যায়ে অনলাইন ব্যাংকিং বা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ৭০০/- টাকা আবেদন ফি প্রদান করতে হবে। আবেদন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর সঙ্গে সঙ্গে প্রার্থীগণকে প্রাথমিক সাক্ষাৎকারের জন্য call-up-latter, Form Commission-1A ও Personal Information Form ডাউনলোড ও প্রিন্ট করে পরে প্রাথমিক সাক্ষাৎকারের সময় সদ্য তোলা এক কপি পাসপোর্ট সাইজের ছবি, শিক্ষাগত যোগ্যতার সব সনদ, নাগরিকত্ব ও চারিত্রিক সনদের কপি সঙ্গে আনতে হবে।
আবেদনের শেষ সময়
আবেদন করা যাবে আগামী ৩০ জুন, ২০১৯ পর্যন্ত।
সূত্র : বাংলাদেশ নৌবাহিনী ওয়েবসাইট
বিস্তারিত বিজ্ঞপ্তিতে