ঝিনাইদাহ, কালীগঞ্জ, – আব্দুর রহমান(পিয়ার):
=========================================
বাঁচার আশায় এই করোনায়
খাবেন খাবার কিছু,
রোগ প্রতিরোধ থাকলে দেহের
করোনা ছাড়বে পিছু।
এই বিপদের দারুন খাবার
কমলা লেবুর রস,
সর্দি-জরটা সারতে আবার
লেবুও কিন্তু বস।
এক চা – চামচ মধুও খাবেন
খাবেন গরম পানি,
আপেল-মালটা পেপের মতই
সিভিট এখন রাণী।
হলুদ খাবেন রান্নাকালীন
শাক-সবজির সাথে,
মিষ্টি কুমড়া এই তালিকায়
রাখুন সাবাই হাতে।
টক দই আর কালো জিরাতেও
আস্থারাখুন সব,
বাুচতে চাইলে এসব খাবেন
রক্ষা করুক রব।
—সমাপ্ত——