বাঁচাও মানব কুল
-এম.সোহেল রানা
রহমানের রহিম তুমি,তুমি মেহেরবান
তুমিই পার জীবন বাঁচাতে,আবার করতে অবসান,
আমরা মানব ভীষণ পাপি,করেছি কত ভুল
তোমার কুদরতি বৃষ্টি দিয়ে, বাঁচাও ভূমি পক্ষী-মানব কুল।
বৃষ্টির লাগি নদ-নদী ভূমি করছে হাহাকার
আহাজারি করে বৃক্ষরাজী যারা যিকিরে মগ্ন সদায় তোমার,
অনাবৃষ্টি থেকে বাঁচাও তুমি মোদের ক্ষমা কর
ডাকতে জানিনা খোদা তোমায়, মোদের প্রার্থনা কবুল কর।
তুমি রহমান তুমি মেহেরবান তুমিই পার পোঁড়াতে কিংবা ডোবাতে
তুমিই পার সকল মাখলুকাত বাঁচাতে কিংবা মারতে,
আমরা মানব সেঁজে দানব,মগ্ন হয়েছি ক্ষণস্থায়ী দুনিয়াতে
না শুকরিয়ায় মত্ত্ব সদায়, থাকি সেথায় মেতে।
শ্রেষ্ট মানব কুল “কবিরা-ছগীরা” করি কত ভুল
আবার ক্ষমা কর প্রভূ তুমি, চাইলে ক্ষমা হয়ে আকূল,
আকূতি মোদের ভুল না ভেবে, ক্ষমা দৃষ্টিতে করিও কবুল
নয়লে সেদিন(কিয়ামাতে) ক্ষতিগ্রস্থ হবে শ্রেষ্ঠ মানব কুল।