কালীগঞ্জ,মোঃ আব্দুর রহমান:
—————————— ——————————
লাঠি ভর দিয়ে শহীদ মিনারে পাহারায় বৃদ্ধ মা
চোখে ঝরে এসিডদগ্ধ দুঃখ নদীর জল,
হঠাৎ বুকে চেপে রাখা কষ্টের গ্রেনেড ফাটিয়ে বলে ওঠে,
ট্রিগার প্রেসে লুটিয়ে না পড়ুক আর কোন নিথর দেহ
রক্ত পান করে হাউমাউ সুরে না কাঁদুক
কোন তৃষ্ণার্ত বোবা কুকুর,
রাস্তায় পড়ে থাকা বেওয়ারিশ মগজ খেয়ে
শোকে ছটফট না করুক কোন ক্ষুধার্ত শকুন!
ভাষার জন্য না ঝরুক ধরায় কোন মায়ের চাঁদ
সন্তান হারানো যন্ত্রনা কোন হৃদয়ে না পাতুক ফাঁদ!
তবে একটা চাওয়া আছে একুশ সালে-
সেই রক্ত দিয়ে দলিল করা ভাষার মর্যাদা রক্ষা,
এই কথাটা রাখতেই হবে বাংলা বর্ণমালার-
মধু খাওয়া মৌমাছির দল।
ছাড়তে হবে ভিক্ষে করা ভাষার মায়া,
দেশব্যাপী রক্তমাখা পবিত্র কোন শহীদ মিনারে
না বসুক, পেঁচামুখিদের তাস-জুয়ার বৈঠক!
ভিনদেশী সিনেমা-নাটকের নকল গন্ধে
কবর না হক বাংলা ভাষার শিল্প!
আরও কিছু আবদার আছে –
মুখে ভাসুক বাংলাভাষার বুলেট
কলমে থাকবে বাংলা বর্ণমালার দাপট
গোগোল-ফেসবুকে চাই বাংলা ভাষার ঝলক
অন্তরে সেলাই হোক বাংলা ভাষার মোড়ক,
শুধু অমর একুশে নয়;
প্রত্যকটি দিন হোক ভাষার জয়গান
তাহলেই বাঁচবে বাংলা ভাষার প্রাণ।।
সমাপ্ত