রাসেল ইনাম শিমুল হে বসন্ত সুন্দরী – কই তুমি ? পাইনাতো দেখা। চারিদিকে ফুলে ভরা – তবুও আমি কেনো একা বসন্তের পরশ পেয়ে, মন আমার খোলা। ফুল হয়ে আমায় কেনো দিচ্ছো নাকো দোলা।
হে বসন্ত সুন্দরী- এতদিন ভালই ছিলাম আমি একা একা। ভালবাসার ঋতু হয়ে কেনো দিলে দেখা।
হে বসন্ত সুন্দরী – কাছে এস! একবার তোমায় দেখি। ভালবাসার পরশ দিয়ে খোলো আমার আখি। ভালবাসার সুরে বলব তখন তোমায় ভালবাসি।
কবি: শিক্ষার্থী, বাংলা (সম্মান) ৪র্থ বর্ষ