কবিতা

বসন্ত কাহিনী

By মেহেরপুর নিউজ

March 07, 2020

নূর আলম

আম্র মুকুলের মৌ মৌ গন্ধ

ভুলিয়ে দেয় পংকিলতার নানা ভাবনা

এনে দেয় প্রশান্তির নিশ্বাস।

কোকিলের কন্ঠ হৃদয় হরন করে

বারবার কান পেতে শুনতে ইচ্ছে করে।

কেবল শুনতে ইচ্ছে করেনা হত্যা,

ধষর্ন, গুলি আর বোমার শব্দ।

চোখ মেলে দেখতে ইচ্ছে করে

ফুল অার ফলের সমারোহ ঋতুরাজের সৌন্দর্য্য।

কেবল দেখতে ইচ্ছে করে না

ক্যাসিনো সম্রাটদের,

পাপিয়াদের বসন্ত কাহিনী।