মেহেরপুর নিউজ,০৪ সেপ্টেম্বর:
মেহেরপুর সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে বলিয়ারপুর মাঠে আলোক ফাঁদের মাধ্যমে পোকা মাকড় ধরা কর্মসূচীর উদ্বোধন করা হয়। পোকা মাকড়ের কবল থেকে রক্ষা পেতে ফসলী জমিতে আলোর ফাঁদ পাতা হয়। এত করে অনুপোকারী পোকা নিধন করা হয়। উপ-সহকারী কৃষি কর্মকর্তা কুতুব উদ্দীনের উপস্থিতীতে ফসলী জমিতে আলোক ফাঁদের ব্যবস্থা করা হয়। স্থানীয় কৃষক সহ আলোক ফাঁদ দেখার জন্য এলাকাবাসী বলিয়ার পুর মাঠে ভীড় জমান। কোন ধরনের কিটনাশক ছাড়াই আলোক ফাঁদের মাধ্যমে পোকা ধরা বা নিধন পদ্ধতি ফসলের জন্য উপকারী বলে কৃষি কর্মকর্তাগন জানান।