মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০২ ডিসেম্বর:
মেহেরপুর জেলা তথ্য অফিসের উদ্যোগে বৃহস্পতিবার মেহেরপুর সদর উপজেলার আমঝুপি সরকারি বালক প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে বর্তমান সরকারের দিন বদলের সনদ ভিশন/২০১১ বাস্তবায়নের অংশ হিসেবে তৃণমূল পর্যায়ে মানুষের মধ্যে স্বাস্থ্য ও সামজিক ইস্যুতে সচেতনতা সৃষ্টির লক্ষে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও চলচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়।
আমঝুপি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বোরহানউদ্দিন আহমেদ চুন্নুর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক হোসেন আলী খন্দকার। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. আবদুস শহীদ, গনযোগাযোগ অধিদপ্তরের উপপরিচালক এ কে এম আজিজুল হক, মেহেরপুর সদর উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক মোল্লা।
বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসার ( চলতি দায়িত্ব ) মশিউর রহমান, সহকারি অধ্যাপক সাইদুর রহমান। পরে সন্ধ্যায় চলচিত্র প্রদর্শনীর আায়োজন করা হয়। এর আগে সেখানে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। জেলা তথ্য অফিসের শিল্পীরা এতে সংগীত পরিবেশন করেন।