মেহেরপুর নিউজ, ১২ ফেব্রূয়ারী:
মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন বলেছেন, বর্তমানে যে প্রেক্ষাপটে বাংলাদেশ অবস্থান করছে সে অবস্থানকে ধরে রাখতে আমাদের একযোগে কাজ করতে হবে। তিনি বলেন, বর্তমানে দেশে হানাহানি নেই অন্ধকার যুগের অবসান ঘটেছে। এখন আর চাঁদাবাজি, বোমাবাজি, অবাদে গাছ কাটা নেই। দেশ নিম্ন আয়ের দেশ থেকে আজ মধ্যেম আয়ের দেশে পরিনত হয়েছে, এর সবকিছুই হয়েছে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ ভূমিকার কারণে।
সংসদ সদস্য ফরহাদ হোসেন শুক্রবার বিকালে মেহেরপুর সদর উপজেলার রাজাপুর বারাকপুর গ্রাম আওয়ামীলীগের উদ্যেগে এক কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
গ্রাম আওয়ামীলীগের সভাপতি দাউদ হোসেন সোনার সভাপতিত্বে রাজাপুর বারাকপুর সরকারী প্রাথামিক বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত কর্মী সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের উপদেষ্টা অ্যাড. শাজাহান আলী, যুগ্ম সম্পাদক অ্যাড. ইব্রাহিম শাহীন, ইউনিয়ন সভাপতি শাহা জামাল, সাধারণ সম্পাদক আব্দুর রেজা, আওয়ামীলীগ নেতা ইদ্রিস আলী, ওয়াসিম হাসান, প্রধান শিক্ষক ফিরাতুল ইসলাম প্রমুখ।
রাধাকান্তপুর গ্রাম আওয়ামীলীগের কর্মী সভা
মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়নের রাধাকান্তপুর গ্রাম আওয়ামীলীগের উদ্যেগে এক কর্মী সভার আয়োজন করা হয়।
শুক্রবার বিকালে গ্রাম আওয়ামলিীগের সভাপতি আদম আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মী সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ও মেহেরপুর জেলা আওয়ামীলীগের সভাপতি ফরহাদ হোসেন।
বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের উপদেষ্টা অ্যাড. শাজাহান আলী, যুগ্ম সম্পাদক অ্যাড. ইব্রাহিম শাহীন, ইউনিয়ন সভাপতি শাহা জামাল, সাধারণ সম্পাদক আব্দুর রেজা, আওয়ামীলীগ নেতা আবুল কাশেম প্রমুখ।