মেহেরপুর নিউজঃ
বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে মেহেরপুর জেলা পুলিশের বাঙালি জাতির ঐতিহ্য পহেলা বৈশাখ ও নববর্ষ উদযাপন করা হয়েছে। পহেলা বৈশাখ-১৪৩২,বাংলা নববর্ষ। পুরোনো গ্লানি, হতাশা, মলিনতাকে পেছনে ফেলে নতুন উদ্যোমে এগিয়ে যাওয়ার প্রত্যয়ে বাংলা নববর্ষের প্রথম দিনে বিভিন্ন অনুষ্ঠান করা হয়।
নববর্ষ উপলক্ষে মেহেরপুর জেলা পুলিশের পক্ষ থেকে মেহেরপুর পুলিশ লাইন মাঠে পান্তা ইলিশ খাওয়ার পাশাপাশি ইন্সপেক্টরদের হাড়িভাঙ্গা, মেয়েদের পিলো পাসিং, ছেলেদের দৌড়সহ অন্যান্য খেলার মধ্যে দিয়ে শুভ নববর্ষ পালন করা হয়। খেলা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। মেহেরপুর জেলা ও দায়রা জজ মনজুরুল ইমাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত বিজেয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
পুলিশ সুপার মাকসুদা আক্তার খানমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) ,জামিনুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল আব্দুল করিম, সকল থানার অফিসার ইনচার্জ, ওসি, ডিবিসহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যদার অফিসার ।