আয়েশা আক্তার
=====================
বরফ গলে-টপ.টপ.টপ…
তাইতো তাড়া মানুষ গুলোর!
চা-পাতার তীব্র গন্ধে
ছাওয়া ইলিশ হওয়া যে আমার স্বজন,
তাকে নিয়ে যাবে তাই!
তোমরা নিষ্ঠুর নও।করবে চিরন্তন কর্তব্য পালন,
সে নিয়ম চলবে আজীবন।
প্রতিটি সেকেন্ডে বরফ গলেগলে
জমছে আমার মস্তিস্কে!
জমাট রক্তে কতটা হিমশীতল
অসাড় হলো এজীবন-
তা যদি বুঝতে, তবুও কি নিয়ে
যেতে তোমরা “মা” কে?
বরফ গলছে এন্টার্কটিকায়,
গলগলিয়ে ঘড়ির কাঁটায় টপ.টপ.টপ…