তথ্য প্রযুক্তি

বনপা’র পক্ষ থেকে তথ্যমন্ত্রীকে স্মারক লিপি প্রদান

By মেহেরপুর নিউজ

September 23, 2012

কুষ্টিয়ার মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস কক্ষে বাংলাদেশ অনলাইন নিউজ পেপার এ্যাসোসিয়শেন (বনপা) এর সভাপতি শামসুল আলম স্বপন ও যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম বিপ্লবের নেতৃত্বে ২২ সেপ্টেম্বর শনিবার দুপুরে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে অনলাইন সংবাদপত্রের জন্য তথ্যমন্ত্রণালয় কর্তৃক প্রণীত অনলাইন গণমাধ্যম নীতিমালা’১২ বাতিল করে নতুন অনলাইন বান্ধব নীতিমালা প্রণয়নের আহবান জানিয়ে স্মারক লিপি প্রদান করা হয়।

স্মারক লিপি হাতে পেয়ে তথ্যমন্ত্রী বাংলাদেশ অনলাইন নিউজ পেপার এ্যাসোসিয়শেন (বনপা) কে ধন্যবাদ জানিয়ে বলেন, ডিজিটাল বাংলাদেশ গঠনে অনলাইন সংবাদপত্র গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করছে এ কথা অনস্বিকার্য। কিন্তু আমাদের দেশে অনলাইন সংবাদপত্রের জন্য কোন নীতিমালা নেই। তিনি বলেন, যে খসড়া নীতি মালা প্রণয়ন করা হয়েছে তা চুড়ান্ত নয়। সংশিষ্টদের সাথে আলাপ-আলোচনা করেই একটি অনলাইন বান্ধব নীতিমালা প্রনয়ন করা হবে। এ সময় আরো উপস্থিত ছিলেন, মন্ত্রীপত্নী আফরোজা হক রীনা, কুষ্টিয়ার জেলাপ্রশাসক বনমালী ভৌমিক, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ফজলুর রহমান, মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মঞ্জুরম্নল হাফিজ, দৈনিক দর্পন সম্পাদক অধ্যাপক আমিরম্নল ইসলাম, দৈনিক স্বর্ণযুগ সম্পাদক ও কুষ্টিয়া প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক জামিল হাসান খান খোকন,মিরপুর প্রেসক্লাবের সভাপতি, দৈনিক সাগরখালী পত্রিকার সম্পাদক মোহাম্মদ আলী জোর্য়াদার প্রমুখ।

বনপা কর্তৃক মাননীয় তথ্যমন্ত্রীকে দেয়া স্মারক লিপি

—————————————————

বরাবর,

মাননীয় তথ্যমন্ত্রী

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

ঢাকা।

বিষয় : অনলাইন সংবাদপত্রের জন্য প্রচলিত সংবাদপত্রের ডিক্লারেশন নীতিমালা অনুস্মরন করার আহবান জানিয়ে ’’বাংলাদেশ অনলাইন নিউজ পেপার এসোসিয়েশন (বনপা)’র স্মারকলিপি

মহোদয়,

মহাজোট সরকারের আমলে অবাধ তথ্য প্রযুক্তির সুযোগ দিয়ে দেশকে আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে চলার এক যুগান্তকারী ইতিহাস সষ্টি করা হয়েছে। এই জন্য ’’বাংলাদেশ অনলাইন নিউজ পেপার এসোসিয়েশন (বনপা)’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির পক্ষ থেকে এই জন্য আপনাকে জানাই আমত্মরিক অভিনন্দন,শুভেচ্ছা ও সালাম ।

মাননীয় মন্ত্রী

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী’র ডিজিটাল বাংলাদেশ গড়ার অঙ্গীকার ও আহবানে সাড়া দিয়ে দেশের তরুন সমাজ অনলাইন নিউজ পেপার ( অনলাইন সংবাদপত্র) গুলো আপনার সরকারের উন্নয়ন কর্মকান্ডের সংবাদ সারা বিশ্বে মুর্হুতের মধ্যে ছড়িয়ে দিয়ে ২৪ ঘন্টা ডিজিটাল বাংলাদেশ গড়ার অঙ্গীকার বাস্তবায়নের স্বার্থে দায়িত্ব পালন করে যাচ্ছে । যে সময় মহাজোট সরকারের ডিজিটাল বাংলাদেশ গঠনে অনলাইন পত্রিকা গুলো অত্যন্ত সহায়ক ভূমিকা পালন করে আসছে ঠিক সে সময় সরকারের ভিতরে ঘাপটি মেরে থাকা একটি কুচক্রী মহল অনলাইন গণমাধ্যম নীতিমালা’১২ এর খসড়া নীতিমালা প্রনয়নের নামে আপনার সরকারের সকল অর্জন নস্যাৎ করার চক্রান্তে লিপ্ত হয়েছে । শুধু তাই নয়, আগামী নির্বাচনকে সামনে রেখে বর্তমান দেশপ্রেমিক সরকারের সাথে মিডিয়ার ব্যাপক দুরুত্ব সৃষ্টির ষড়যন্ত্র করা হচ্ছে।

অনলাইন সংবাদপত্র নিয়ে একটি নীতিমালা প্রনয়ন করা হোক সেটা আমাদেরও দাবী । আর তা হতে হবে প্রচলিত প্রিন্ট মিডিয়ার ডিক্লারেশন নীতিমালার আলোকে । প্রিন্ট মিডিয়ার ডিক্লিয়ারেশন দেন প্রত্যেক জেলা প্রশাসক। পত্রিকার ডিক্লারেশন নেয়ার জন্য প্রকাশককে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হয় কিন্তু এর বিপরীতে কোন জামানত কিম্বা ট্রাক্স নেয়া হয় না। উপরন্তু ডিক্লারেশন নেয়ার পর নির্ধারিত মেয়াদ ( ৯০ দিন) অতিবাহিত হলে সরকারী বিজ্ঞাপনের জন্য তালিকা ভুক্ত করা হয় এবং নিয়মাতান্ত্রিক ভাবে বিজ্ঞাপন প্রদান করা হয়। দুর্ভাগ্যজনক হলেও সত্য অনলাইন সংবাদপত্রের মালিকরা ( কালো টাকার মালিক বাদে ) নিজের পকেটের টাকা দিয়ে কষ্টে পত্রিকা প্রকাশনা অব্যাহত রেখেছেন।

মাননীয় মন্ত্রী

অনলাইন সংবাদপত্র ইলেক্ট্রনিক মিডিয়া ( রেডিও ,টিভি ) নয়। প্রিন্ট মিডিয়ার মতই এটি একটি অনলাইন গণমাধ্যম। যা বর্তমান সরকারের বদন্যতায় বর্তমানে জনপ্রিয় হয়ে উঠেছে। কিন্তু অনলাইন গণমাধ্যম নীতিমালা’১২ এর যে খসড়া প্রকাশ করা এবং খসড়া নীতিমালায় যে ধারাগুলো প্রয়োগ করা হয়েছে তা ডিজিটাল বাংলাদেশ গড়ার বিপরীত ও অনলাইন গণমাধ্যমকে গলা টিপে ধরার সামিল বলে আমরা মনে করি। এক দেশে দুই ধরনের আইন হতে পারে কিনা তা ভেবে দেখা দরকার । আমরা বিশ্বাস করি আপনার নেতৃত্বে পরিচালিত মিডিয়া বান্ধব সরকার দেশের স্বার্থে এ ধরণের কালো আইন প্রণয়ন করতে পারে না।

মাননীয় মন্ত্রী

আপনার সদয় অবগতি ও সু-বিবেচনার জন্য দেশের অনলাইন পত্রিকা সমুহের সংগঠন ’’ বাংলাদেশ অনলাইন নিউজ পেপার এসোসিয়েশন (বনপা) সুনিদির্ষ্ট প্রস্তাব করছে।

বনপা’র প্রস্তাবনা হলো :

১। অনলাইন গণমাধ্যম নীতিমালা’১২ এর যে খসড়া প্রকাশ করা হয়েছে তা বাতিল করে অনলাইন সংবাদপত্রের অনুকুলে নতুন নীতিমালা প্রনয়ণ করতে হবে।

২। অনলাইন গণমাধ্যম নীতিমালা প্রনয়নের ’’ক্ষেত্রে বাংলাদেশ অনলাইন নিউজ পেপার এসোসিয়েশন (বনপা)’’ কেন্দ্রীয় কমিটি ও অনলাইন সংবাদপত্রের মালিকদের মতামতের প্রাধান্য দিতে হবে।

৩। ইতোমধ্যে যে সকল অনলাইন পত্রিকা প্রকাশিত হচ্ছে সে সকল পত্রিকা প্রচলিত প্রিন্ট মিডিয়ার ডিক্লারেশন নীতিমালার আলোকে আরো সহজ শর্তে অনুমোদন দিতে হবে।

৪। অনলাইন পত্রিকা অনুমোদনের জন্য কোন জামানত কিম্বা ফি গ্রহন করা যুক্তিযুক্ত হবে না।

৫ । যেহেতু ডিজিটাল বাংলাদেশ গড়ার অঙ্গীকার নিয়ে আপনার সরকার কাজ করছে সেহেতু প্রচলিত প্রিন্ট মিডিয়ার মত অন লাইন সংবাদপত্রেও সরকারি বিজ্ঞাপন প্রদান করতে হবে।