বর্তমান পরিপ্রেক্ষিত

বড়বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে মিলন সহিদুল প্যানেলের শোভাযাত্রা

By মেহেরপুর নিউজ

February 05, 2025

মেহেরপুর নিউজ:

মেহেরপুর বড়বাজার ব্যবসায়ী সমিতি নির্বাচন উপলক্ষে মিরন-সহিদুল প্যানেলের শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে মেহেরপুর শহরের কাঁশারী বাজার থেকে শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কাথুলি বাস স্ট্যান্ড ঘুরে বড় গিয়ে শেষ করা হয়। এই সময় মিরন-সহিদুল পরিষদের স্লোগান দেয় পরিষদের সদস্যরা।

সেভাযাত্রায় মিরন-সহিদুল পরিষদের সভাপতি প্রার্থী মোঃ আবু ইউসুফ মিরন, সাধারণ সম্পাদক প্রার্থী সহিদুল ইসলাম সহ প্যানেলের সকল প্রার্থী এবং তাদের সমর্থকরা সেখানে উপস্থিত ছিলেন।