বাংলাদেশের এক প্রত্যন্ত অঞ্চলের ছায়াসুনিবিড় শান্তির নীড় অখ্যাত ছোট্টগ্রাম টুঙ্গিপাড়া।সেই গ্রামেই ১৯২০ সালের ১৭ মার্চ বুধবার জন্মগ্রহণ করেছিলো এক শিশু।বাবা শেখ লুৎফুর রহমান ও মা শেখ সায়েরা খাতুন আদর করে ডাকতেন খোকা বলে।সেই ছোট্ট গ্রামের ছোট্ট খোকাই একদিন তার নিজ মেধা, কর্মদক্ষতা, সাংগঠনিক ক্ষমতা ওনেতৃত্বের গুণে বাঙালি জাতির অবিসংবাদিতনেতা বঙ্গবন্ধু, বাংলাদেশের স্থপতি ও জাতির জনক হয়েছিলেন।বঙ্গবন্ধু মুজিবের নেতৃত্বের বড় সার্থকতা বাঙালি জাতিকে স্বাধীন রাষ্ট্রীয় সত্তায় সমৃদ্ধ করা।
বিখ্যাত লেখক গ্যারী উইলস ১৯৯৪ সালে ‘দি আটলান্টিক মান্থলী’ পত্রিকায় ‘হোয়াট মেকস এগুড লিডার’ প্রবন্ধে বলছেন যে, নেতৃত্বের যে বৃত্ততার উপাদান৩টি:Leader, Followers & Goals নেতার প্রয়োজনীয় গুণাবলী হলোঃ ব্যক্তিত্বের দৃঢ়তা, ব্যক্তিত্বের সম্মোহনী ক্ষমতা, জনগণের সামনে স্পষ্ট এমন একটি লক্ষ্য অর্জনের জন্যে প্রয়োজনীয় উদ্যম ও উদ্যোগে নেতৃত্ব দেয়ার মতো নেতার দক্ষতা ও অভিজ্ঞতা।এমন গুণাবলী সমৃদ্ধ নেতা কে প্রায়শঃ ‘কারিশমা’ সম্পন্ন নেতাও বলা হয়।একজন নেতা তখনই তার অনুসারিদের জন্যে সঠিক লক্ষ্য নির্ধারণ করতে পারেন যখন তিনি ত্রিকালদর্শী হন।অর্থাৎ নেতা অতীত সম্পর্কে অভিজ্ঞ, বর্তমানকে অনুধাবন করেন এবং ভবিষ্যৎ দ্রষ্টা হতে পারেন।
বঙ্গবন্ধু সংগ্রামী নেতৃত্বের মধ্যে উলে¬খিত সব উপাদান পরিলক্ষিত হয়।তার নেতৃত্বের দুটো পর্ব আছে।স্বাধীন বাংলাদেশের প্রতিষ্ঠা পর্যন্ত ১ম পর্ব এবং ২য় পর্ব স্বাধীন বাংলাদেশ (১৯৭২-৭৫)।১ম পর্বে ছিলো স্বাধীনতা অর্জনের সংগ্রাম।আর ২য় পর্বে ছিলো অত্যন্ত কঠিন ও বৈরী পরিস্থিতিতে দেশ গড়ার সংগ্রাম।যদিও বাংলাদেশের স্বাধীনতা ও বঙ্গবন্ধু মুজিবের বাঙালি জাতির অবিসংবাদিত নেতা হিসেবে স্বীকৃতি লাভে শেরে বাংলা এ.কে.এম ফজলুল হক, হোসেন শহীদ সোহরায়ার্দী ও মজলুম জননেতা মাওলানা ভাসানিসহ অনেকের নাম স্মরণীয়।এঁদের কাছে বঙ্গবন্ধুর ও ঋণ ছিলো অপরিসীম।তবে অনস্বীকার্যযে, চূড়ান্ত মুহুর্তে বাঙালি জাতির নেতৃত্বের কর্ণধার ছিলেন শেখ মুজিবই।আর সেকারণেই তিনি মুজিব থেকে মুজিবভাই, বঙ্গবন্ধু ,জাতির জনকের পদ অলকৃত করেছিলেন।রাজনৈতিক ঘটনাবহুল জীবনের অধিকারী, বাঙালি জাতীয়তাবাদ ও স্বাধীনতার নিপুন রূপকার স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিব।
পল্লী কবি জসিম উদ্দিন তার বিখ্যাত কবিতায় মুজিবের মহত্ত¡ও শ্রেষ্ঠত্ব প্রকাশে বলেছেন, ‘রাজ ভয় আর কারা শৃঙ্খল হেলায় করেছে জয়/ফাঁসির মঞ্চে মহত্ত¡তবতখনোহয় নিক্ষয়।বাংলাদেশের মুকুটবিহীন তুমি প্রমুর্ত রাজ/প্রতি বাঙালির হৃদয়ে হৃদয়ে তোমার তক্ত তাজ।’ মহান মুক্তিযুদ্ধকালীন সময়ে ২৫ মার্চ ৭১ হানাদার পাকিস্তানীরা তাকে গ্রেফতার করে পশ্চিম পাকিস্তানে নিয়ে গেলে এই মুজিবের নামেই বাংলার মুক্তি পাগলবীর সন্তানেরা ৯টি মাস দেশের স্বাধীনতা ও সার্বভৌম ত্বরক্ষার্থে প্রাণপন যুদ্ধ করেছিলো।পূর্ব বাংলার স্বাধিকার আন্দোলন এবং মহান মুক্তি যুদ্ধ তারই দিক নির্দেশনায় এবং নামে পরিচালিত হয়।তিনিই প্রথম বাঙালী সরকার প্রধান যে জাতি সংঘের সাধারণ পরিষদের অধিবেশনে বাংলায় বক্তৃতা প্রদান করেছিলেন।বাঙালি জাতি সত্তা বিকাশের আন্দোলনে অনন্য ভূমিকা পালন করায় এবং এর ভিত্তিতে স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠিত হওয়ায় মুজিব বাঙালি জাতির ইতিহাসে ‘জাতির পিতা’ রূপে অমর হয়ে থাকবেন।তিনি ছিলেন মুক্তিযুদ্ধের মূল চালিকা শক্তি ও প্রাণ প্রদীপ।
দেশের উপকূলীয় এলাকায় যেখানে বারবার প্রচণ্ড বিধ্বংসী ঘূর্ণিঝড়ের তাণ্ডবে বিপুল সংখ্যক জীবন ওসম্পদের হানী হচ্ছে, সে বিষয়টি চিন্তা করে ইস্বাধীন বাংলাদেশের জন্মের পরপরই বঙ্গবন্ধু শেখমুজিবুররহমান যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশ পুননির্মাণে তাঁর আন্তরিক প্রচেষ্টার অংশ হিসেবে শীঘ্রই দেশের উপকূলীয় অংশে ঘূর্ণিঝড় ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষয়ক্ষতি হ্রাসে একটি কার্যকর ব্যবস্থা গ্রহণের প্রয়োজনীয়তা উপলব্ধি করেন।
বঙ্গবন্ধু জাতিসংঘের সহায়তায় উপকূলীয় অঞ্চলে স্থানীয়ভাবে ‘মুজিবকেল্লা’ নামে পরিচিত উঁচু মাটির টিলা (আশ্রয়কেন্দ্র) স্থাপন করেছেন।যেখানে মানুষ নিজেরা ও তাদের গৃহপালিত পশু-পাখি নিয়ে আশ্রয় নিতে পারে।যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশে ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচী (সিপিপি) প্রণয়ন এবং চালু করা বঙ্গবন্ধুর একটি সাহসী ও অবিস্মরণীয় উদ্যোগ ছিল।বাংলাদেশে বঙ্গবন্ধুর দুর্যোগ ব্যবস্থাপনার ক্ষেত্রে গৃহিত এই উদ্যোগ আন্তর্জাতিক ভাবে মডেল হিসেবে স্বীকৃতি লাভ করেছিল, যা এখনো মাইল ফলক হয়ে আছে।
১৯৭২ সালের ১০ জানুয়ারি দেশে ফিরে কর্পদকহীনহাতে যুদ্ধ বিধ্বস্ত দেশকে পুনর্গঠিত করা, শহীদ পরিবার, আহত ওপঙ্গু মুক্তিযোদ্ধাসহ এক কোটি ভারত প্রত্যাগত বাঙালি শরণার্থীর পুনর্বাসিত করে যখন ২য় বিপ¬বের কর্মসূচী ডাক দিয়ে দেশকে অর্থনৈতিক উন্নত বিশ্বের দরবারে বাঙালি জাতিকে এগিয়ে নেয়ার পথে অগ্রসর হচ্ছিলেন।ঠিক তখনই ’৭৫এর ১৫ আগস্টের ভোরে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বাংলাদেশের স্থপতি বাঙালি জাতি রজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কে ধানমন্ডি রোডস্থ ৩২ নম্বরের নিজবাসভবনে দেশী-বিদেশী ষড়যন্ত্রকারীদেরই শরায় বিশ্বাসঘাতক স্বাধীনতা বিরোধীকতিপয় সেনাকর্মখর্তার হাতে তিনি শাহাদাত বরণ করেন।আবারো একবার বাংলার মাটিতে রচিত হলো বেঈমানীর নির্লজ্জ ইতিহাস।
১৭৫৭ সালের ২৩জুন পলাশীর প্রান্তরে বাং লার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌল¬ার সাথে ক্ষমতার লোভের বাবহবার আশায় বেঈমানী করেছিলো তারই সেনাপতি ও পরম আত্মীয় মীর জাফর আলী খান।১৯৭৫ সালে সেই একই ঘটনার পুনরাবৃত্তি ঘটালো রাষ্ট্রপতি হবার খায়েশে মুজিবের রাজনৈতিক সহচর, ঘনিষ্ঠ বন্ধু ও মন্ত্রী পরিষদ সদস্য কুমিল্ল¬ার খন্দকার মোশতাক।
উভয়ের পরিণতি বাংলার মানুষ দেখেছে।বিশ্বাস হত্যাকারীর আত্মীয়-স্বজনও আজ তাদের স্মরণও করেনা।উভয়ের মৃত্যুর পূর্ব পর্যন্ত ছিলো স্বেচ্ছায় গৃহবন্দী।স্বাভাবিক মৃত্যু ও দাফন তাদের ভাগ্যেও জোটেনি।তাদের উভয়ের সাঙ্গপাঙ্গগণ আমৃত্যু পলাতক ও নিন্দিত জীবন যাপন করেছেন।অধিকাংশ সাঙ্গপাঙ্গ গণলাভ করেছে অভিশপ্ত মৃত্যুর স্বাদ।
পক্ষান্তরে স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান চিরকাল বেঁচে থাকবেন ৫৫ হাজার বর্গমাইলের সবুজ শ্যামল এই গাঙ্গেয় ব-দ্বীপের মাটি ও মানুষের হৃদয়ে।বাংলাদেশের মতোই শাশ্বত চিরায়ত ওদেদীপ্যমান বঙ্গবন্ধুর অস্তিত্ব।বঙ্গবন্ধুর হত্যার সকল দুরভি সন্ধি আজ দেশের মানুষের কাছে পরিস্কার হয়ে গেছে।আজ মানুষ বুঝতে পেরেছে বঙ্গবন্ধু হত্যার উদ্দেশ্য ছিল বাঙালি জাতিকে নিশ্চিহ্ন করে দিয়ে বাংলাদেশের নাম মুছে ফেলবে পৃথিবীর মানচিত্র থেকে।কিন্তু তাদের সেই বিশ্বাস ঘাতকতা, উচ্চ বিলাসী ধ্যানধারণা বাস্তব রূপলাভ করেনি।বাংলাদেশকে মুছে ফেলতে না পারলে কেয়ামতের পূর্ব পর্যন্ত বঙ্গবন্ধুকেও মুছে ফেলতে পারবেনা।
কবি অন্নদা শঙ্কর রায় বলেছেন, ‘যতো দিন রবে পদ্মা, মেঘনা / গৌরি যমুনা বহমান / ততোদিন রবে কীর্তি তোমার / শেখ মুজিবুররহমান।বঙ্গবন্ধু মুজিব চিরঞ্জীব–মুজিব অমর।
লেখক: মোঃ নূরইসলাম খানঅসি।নাট্যকার, প্রবন্ধকারওসংগঠক।ছাত্রজীবনে দীর্ঘদিন (১৯৭০-১৯৮৭) মুজিবাদর্শের ছাত্রসংগঠন ছাত্রলীগের সাথে সক্রিয় ভাবেসংশ্লিষ্টছিলেন।পরিচালক- ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি), দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। সভাপতি- বঙ্গবন্ধুপরিষদ, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি।মোবা: ০১৮১১-৪৫৮৫০৭