ক্রিকেট

বঙ্গবন্ধু জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টে সরকারি বালক উচ্চ বিদ্যালয় অপরাজিত চ্যাম্পিয়ন

By মেহেরপুর নিউজ

March 04, 2020

মেহেগরপুর নিউজ:

বাংলাদেশ ক্রিকেট কন্ট্রোল বোর্ডের অধীনে মেহেরপুর জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় মেহেরপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত বঙ্গবন্ধু জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টে সরকারি বালক উচ্চ বিদ্যালয় অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।

বুধবার অনুষ্ঠিত ফাইনাল খেলায় সরকারি বালক উচ্চবিদ্যালয় দল ২৩ রানে মেহেরপুর এ এল এম জিয়াউল হক ফ্রেন্ডস ফাউন্ডেশন স্কুল এন্ড কলেজ কে পরাজিত করে। সকালে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে সরকারি বালক উচ্চ বিদ্যালয় দল ৩৮ ওভার ৫ বলে মাত্র ১২১ রান করে সবাই আউট হয়ে যায়।

দলের পক্ষে হাসিবুল সর্বোচ্চ ৩৮ রান সংগ্রহ করেন। এ এল এম জিয়াউল হক ফ্রেন্ডস ফাউন্ডেশন এর পক্ষে রাকিবুল ৪টি উইকেট দখল করে।

জবাবে খেলতে নেমে এ এলএম জিয়াউল হক ফ্রেন্ডস ফাউন্ডেশন স্কুল এন্ড কলেজের ৩০ ওভার ৩ বলে ৯৮ রান করে সবাই আউট হয়ে যায়। অধিনায়ক সবুজ সর্বোচ্চ ৪৬ রান সংগ্রহ করেন। সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে অধিনায়ক ডায়ান ও জিহান তিনটি করে উইকেট দখল করেন। খেলায় ডায়াল ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন