খুলনা বিভাগ

বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ড ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

By মেহেরপুর নিউজ

June 22, 2019

মেহেরপুর নিউজ, ২২ জুন: মেহেরপুর পেীরসভার উদ্যোগে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফজিলাতুন নেছা মুজিব গোল্ড ফুটবল টুর্নামেন্টের বর্নাঢ উদ্বোধন করা হয়েছে।

শনিবার বিকালে মেহেরপুর সরকারী বালক উচ্চ বিদ্যালয় মাঠে পৌর মেয়র মাহাফুজুর রহমান রিটন জাতীয় পতাকা উত্তোলন করে মেহেরপুর পৌর এলাকার টুর্নামেন্টের উদ্বোধন করেন।

পৌর এলাকার ১৩টি প্রাথমিক বিদ্যালয় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফজিলাতুন নেছা মুজিব গোল্ড ফুটবল টুর্নামেন্টে অংশ গ্রহন করছে। সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আসাব উল দৌল্লার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র মাহাফুজুর রহমান রিটন বলেন ফুটবলের ঐতিয্য ফিরিয়ে আনতে এই টুর্নামেন্টের বিকল্প নেই, তাই এ ধরনের টুর্নামেন্টের পাশাপাশি আরো বড় বড় টুর্নামেন্টের আয়োজন করা হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন প্যানেল মেয়র শাহিনুর রহমান রিটন, কাউন্সিলর আল মামুন, জাফর ইকবাল, সাংবাদিক তুহিন আরন্য, বিএম সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুরাইয়া সুলতানা প্রমুখ।

উদ্বেধনী দিনে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফজিলাতুন নেছা মুজিব গোল্ড ফুটবল টুর্নামেন্টের শহীদ ক্যাপ্টেন আশরাফুল হাফিজ খান দৃষ্টি নন্দন সরকারী প্রাথমিক বিদ্যালয় জয়লাভ করেছে।

খেলায় বঙ্গবন্ধু ফুটবলে শহীদ ক্যাপ্টেন আশরাফুল হাফিজ খান দৃষ্টি নন্দন সরকারী প্রাথমিক বিদ্যালয় ২-০ গোলে দিঘির পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়কে এবং বঙ্গমাতা ফুটবলে শহীদ ক্যাপ্টেন আশরাফুল হাফিজ খান দৃষ্টি নন্দন সরকারী প্রাথমিক বিদ্যালয় ৩-০ গোলে একই বিদ্যালয়কে পরাজিত করে।