খেলাধুলা

ফ্রেন্ডস ফাউন্ডেশন স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

By মেহেরপুর নিউজ

March 01, 2020

মেহেরপুর নিউজ:

মেহেরপুর এ এল এম জিয়াউল হক ফ্রেন্ডস ফাউন্ডেশন স্কুল এন্ড কলেজের উদ্যোগে স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রবিবার দুপুরের দিকে মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।এ এল এম জিয়াউল হক ফ্রেন্ড ফাউন্ডেশন মডেল একাডেমীর অধ্যক্ষ প্রফেসর হাসানুজ্জামান মালেকের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের চেয়ারম্যান এ এল এম জিয়াউল হক।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিপি পল্লব ভট্টাচার্য্য,এস এম নিশাত বিন জিয়া । পরে বিজয়ীদের মধ্যে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করা হয় এবং সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।